সোজাসাপটা ডেস্ক, ১১ মার্চ:- লোকসভা ভোটের আগে গোটা দেশে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিক ভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ২য় বার লোকসভা নির্বাচনের পরেই সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করে মোদী সরকার।
ওই আইনে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় উৎপীড়নের শিকার, সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের (হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান ও বৌদ্ধ) ভারতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ২০১৯ সালে সংসদের দু’কক্ষে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু এত দিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। চার বছর পরে চালু হল সিএএ।