স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই:- দীর্ঘদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল, নৌ কাম্পে নাকি এখন আর খুশি নন লিও মেসি। মাঝেমধ্যেই ক্লাব ছাড়ার কথা বলছেন তিনি। আগামী বছর চুক্তি শেষ হলে নাকি চুক্তি আর বাড়াতে চাইছেন না আর্জেন্টাইন তারকা। এমনকি ইউরোপের বেশ কিছু ক্লাব তাঁকে নাকি প্রস্তাবও দিয়েছে। সব জল্পনা উড়িয়ে দিয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ জানালেন, কাতালান ক্লাবেই নিজের ফুটবল জীবন থেকে অবসর নেবেন মেসি। রবিবার ভিলারিয়ালকে বার্সেলোনা ৪-১ গোলে হারানোর পরে জোসেপ বলেন, “মেসি জানিয়েছেন উনি নিজের ফুটবল জীবন বার্সাতেই শেষ করবেন। আমি এই বিষয়ে বিশদে কিছু বলব না। কারণ এই মুহূর্তে আমরা লিগের দিকে মন দিতে চাই। আমরা অনেক প্লেয়ারের সঙ্গেই কথা বলছি। কিন্তু মেসি আমাদের জানিয়েছেন উনি থাকতে চান। তাই আমরা আরও বহুদিন বার্সার জার্সিতে মেসির খেলা দেখতে পাব।”
২০১৭ সালে বার্সার সঙ্গে শেষ চুক্তি সই করেন ৩৩ বছরের লিও। কিন্তু সম্প্রতি ক্লাবের অনেক কাজ নিয়ে অখুশি ছিলেন তিনি। সম্প্রতি ক্লাবের কিছু প্লেয়ার ছেড়ে দেওয়া ও কিছু প্লেয়ার কেনারও সমালোচনা করেন তিনি। গত বৃহস্পতিবারই ক্যাডেনা সের নামের একটি কাতালান রেডিও স্টেশন দাবি করে, মেসি জানিয়েছেন যেভাবে ক্লাব চলছে তাতে তিনি খুশি নন। ২০২১ সালে ক্লাব ছাড়তে চান তিনি। এই মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের থেকে চার পয়েন্ট পিছনে রয়েছে বার্সা। রবিবার অ্যাটলেটিক বিলবাওকে পেনাল্টি থেকে সের্জিও র্যামোসের করা একমাত্র গোলে হারায় রিয়েল। ভিএআর প্রযুক্তি ব্যবহার করে এই সিদ্ধান্ত দেন রেফারি। ওই প্রযুক্তির ব্যবহারেই বিলবাওয়ের একটি পেনাল্টির সিদ্ধান্ত নাকচ করা হয়। এই নিয়েও ক্ষুব্ধ জোসেপ।