এই মুহূর্তে জেলা

অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে মানবিক রূপ বিধায়কের।

হুগলি, ১১ মে:- ব্যস্ততম হুগলীর শেওড়াফুলি জংশন স্টেশন। প্রতি মুহূর্তে প্রচুর মানুষজনের যাতায়াত। স্ব স্ব কাজে মানুষের অভিমুখ। ফিরে তাকাবারও সময় নেই। মোবাইল স্ক্রিনে চোখ রেখে দূরবর্তী কোনো মানুষের জন্য অনেকেই সোশাল ওয়ালে হাহাকার করছেন, আবেগের জলে ভিজিয়ে দিচ্ছেন ওয়াল। অথচ চোখের সামনেই পরে রয়েছেন অসহায় মানুষ দেখার সময় বা ইচ্ছা কোনটাই নেই। বিগত তিনদিন ধরে ব্যস্ততম হুগলীর শেওড়াফুলি জংশন স্টেশনের চার নম্বর প্লাটফর্মে পরে রয়েছেন অসুস্থ বৃদ্ধা। দেখেও দেখলেন না কেউ।

 

অথচ বিগত ৭২ ঘন্টায় শয়ে শয়ে মানুষ হেঁটে চলে গেলেন। অবশেষে খবর পেয়ে এগিয়ে এলেন চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন। অসুস্থ বৃদ্ধার নাম শেফালি দে। বয়স ৬৫ বছর। বনগাঁ এলাকার বাসিন্দা। অসুস্থ মহিলাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর উদ্যোগ গ্ৰহণ করলেন বিধায়ক। শেওড়াফুলি স্টেশনে হাজির হয়ে জিআরপির আধিকারিকদের সাথে নিয়ে অসুস্থ মহিলাকে উদ্ধার করে পাঠালেন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। দ্রুত যাতে বৃদ্ধাকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় তার জন্য উদ্যোগী হয়েছেন বিধায়ক। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিধায়ক অরিন্দম গুইন এর মানবিক উদ্যোগে খুশি সকলেই।