তরুণ মুখোপাধ্যায় , ১ জুলাই:- অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো ঐতিহাসিক মাহেসের উল্টোরথ যাত্রা উৎসব। করোনার মহামারীতে এবছর সবকিছু স্তব্ধ , বন্ধ হয়ে গেছে দেবালয়ের দরজা ও সেই পরিস্থিতিতে এবারে সমস্ত রকম উৎসব আয়োজন স্থগিত রাখা হয়েছিল প্রশাসনের নির্দেশে। সোজা রথের দিন এখানকার জগন্নাথ মন্দির এ এই অস্থায়ী মাসির বাড়ি করে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে সেখানে ন দিন রাখা হয়েছিল । ওখানেই পুজো পর্ব চলার পর আজকে জগন্নাথ দেবকে মূল মন্দিরের রত্ন বেদিতে স্থাপন করা হয়। সোজা রথের দিন নিয়ম পালনের জন্য জগন্নাথ বাড়ি থেকে নারায়ণ শিলা কে নিয়ে যাওয়া হয়েছিল দেড় কিলোমিটার দূরবর্তী মাসির বাড়িতে ।
ভগবান নারায়ন কে রাখা হয়েছিল মাসির বাড়ির মন্দিরে । আজ বেলা তিনটের সময় মাহেশের জগন্নাথ মন্দির থেকে শোভাযাত্রা করে ভক্তরা মাসির বাড়ির মন্দিরে যান এবং ভক্তদের মাথায় চড়ে ভগবান ফিরলেন মূল মন্দিরে । এইভাবে এ বছরের রথযাত্রা উৎসব সাঙ্গ হল । এবারের এই রথযাত্রা না হওয়ায় ব্যতীত আপামর মাহেশবাসী । রাজ্যের অন্যান্য স্থানের মানুষরাও এই ঐতিহাসিক এই ঐতিহাসিক মাহেশের রথ যাত্রার জন্য সারা বছর অপেক্ষা করেন কিন্তু এবছর সম্ভব হলো না তারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন হে মহাপ্রভু আগামী বছর যেন করোনা মুক্ত হয় সারা বিশ্ব। তোমার আশীর্বাদে আবার যেন পৃথিবী শান্ত হয়। এবং মানুষ যেন আবার এই রথযাত্রা উৎসবে অংশ নিতে পারে।