এই মুহূর্তে জেলা

নেত্রীর নির্দেশে কামারহাটির শিশুদের পাশে দাঁড়ালেন সীমা।

নিজস্ব সংবাদদাতা, ১ জুলাই:- করোনা আতঙ্কে যখন স্তব্ধ গোটা বাংলা ঘরে না থেকে সাহসিকতার সাথে রাস্তায় নেমে মানুষের পাশে থেকেছেন কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের লড়াকু নেত্রী সীমা দাস। সর্বদাই পাশে পেয়েছেন তৃনমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে। কখনো চাল,ডাল, কখনো বা কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাওয়ার পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের ঘরে। তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ডক্টর বিধানচন্দ্র রায়কে স্মরণ করে এবার এলাকার শিশুদের হাতে তুলে দেওয়া হলো দুধ ও ফল।সাথে বিস্কুট। “দুধে ফলে ভালো থেকো” অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের ১০ হাজার পরিবারের ২৫ হাজার শিশুর কাছে পৌঁছে যাওয়ার যে অঙ্গীকার নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাতে তিনি ১০০ শতাংশ সফল। শক্তিপল্লী বিবেকানন্দ উদ্যানের পাশে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জননেতা তথা কামারহাটির নব রূপকার মদন মিত্র। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সীমা দাস বলেন ” নেত্রীর নির্দেশ মেনে সবরকম কাজ তারা করছেন। কোভিড হোক বা আমফান সবসময় ২৪ ঘন্টা মানুষের জন্য,মানুষের পাশে আছেন।” আগামীতে এধরনের একাধিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার বার্তা দিলেন কামারহাটি পৌরসভা ২৮ নম্বর ওয়ার্ড তৃনমূল যুব কংগ্রেস সভাপতি তারক দত্ত। এলাকার বাসিন্দা সমর পাল বলেন ” সীমা দাস সবসময় সব সমস্যায় পাশে থাকেন।কোভিড পরবর্তী সময়ে শিশুদের জন্য খাদ্য সামগ্রী দিয়ে গিয়েছেন।”