নবান্ন , হাওড়া , ২৯ জুন:- করোনায় আক্রান্ত সুস্থ হওয়া মানুষদের নিয়ে করোনা যোদ্ধা ক্লাব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে আজ একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যে ১২ হাজার মানুষ করো না কে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। তাদেরকে সংক্রমিত ব্যক্তিদের মনোবল বাড়ানো, পরামর্শ দেওয়ার পাশাপাশি করোনা মোকাবিলায় নানা কাজে লাগানো হবে। সেজন্য সরকার তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা ছাড়াও দৈনিক ভাতা ও দেবে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের বহরমপুরে ৬০ জন করোনা জয়ীকে নিয়ে ক রোনা ওয়ারিয়রস ক্লাব তৈরি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।এদের মধ্যে ১০ জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দশজন মালদা মেডিকেল কলেজ এবং ৪০জন কলকাতায় কাজ করবেন।আগামী দিনে জেলায় জেলায় এই ধরনের ক্লাব তৈরি করতে তিনি স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে নির্দেশ দেন। এই ক্লাবের স্বামীর হওয়ার জন্য তিনি ইতিমধ্যেই করোনা মুক্ত রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন।
Related Articles
উত্তরকাশিতে সুরঙ্গে আটকে থাকা রাজ্যের ৩ শ্রমিককে উদ্ধারের পর নিরাপদে বাড়িতে পৌঁছাতে তোরজোর রাজ্যের।
কলকাতা ২৮ নভেম্বর:- উত্তরাখন্ডের উত্তরকাশীর সিল্কিয়ারাতে নির্মীয়মান সুড়ঙ্গে ধ্বসে আটকে থাকা ৪১ জন শ্রমিদের মধ্যে রাজ্যের তিন জন শ্রমিককে উদ্ধারের পরে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দিতে রাজ্য সরকার এক প্রতিনিধি দল সেখানে পাঠিয়েছে। নতুন দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দপ্তরের জনসংযোগ আধিকারিক রাজদীপ দত্তর নেতৃত্বে মোট চার সদস্যের এক প্রতিনিধি দলকে সেখানে পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা […]
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অলিপুরদুয়ারের জেলা সভাপতি।
কলকাতা, ২১ জুন:- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর সঙ্গে আলিপুরদুয়ারের আরো আট বিজেপি নেতা এবং বহু কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্রাত্য বসু এবং মুকুল রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। গঙ্গাপ্রসাদ শর্মা অভিযোগ করেন বিজেপি […]
দায়িত্বভার গ্রহণ করেই কোভিড মোকাবিলায় প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৫ মে:- আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করার পরেই কোভিড পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে ভ্যাকসিন , অক্সিজেন ও জরুরী ওষুধের জোগান বাড়াতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। এই মুহূর্তে রাজ্যে প্রতিদিন ১০ হাজার রেমিডিসিভির লাগবে, তার জোগানের জন্য ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন। বর্তমানে টিকার যোগান […]