স্পোর্টস ডেস্ক , ২৭ জুন:- মরশুম শুরু করার ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চায় না রাজ্য সরকার। ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, “তারা মরশুম শুরু করার ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চান না। ইতিমধ্যে ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়ামন্ত্রী। সেখানেও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তের কথা বলা হয়েছিল। আগামী মাসে ফের অবস্থা পর্যালোচনার জন্য বসবেন তিনি। পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে সিদ্ধান্ত”। অরূপ বিশ্বাস আরও বলেন সোশাল ডিসট্যান্সিং মানতেই হবে। কিন্তু বেশিরভাগ খেলাতেই সোশাল ডিসট্যান্সিং মানা সম্ভব নয়। তাই পরিস্থিতি দেখে খেলা শুরু করার কথা ভাবতেই হচ্ছে।
মুখ্যমন্ত্রী টেনিস এবং গলফ খেলা শুরু করার সবুজ সংকেত দিয়েছিলেন। কিন্তু বিশ্বের একনম্বর টেনিস তারকা করোনা ভাইরাস আক্রান্ত। যা নিয়ে চাপানউতর চলছে। পরোক্ষভাবে সেই উদাহরণ টেনে ক্রীড়ামন্ত্রী বলেছেন ইমিউনিটি থাকলেই করোনা এড়ানো যাবে, এই তত্ত্ব কার্যত ভুল। বরং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশিকার দিকে তাকিয়ে তিনি। ফলে মরশুম শুরু হওয়ার প্রশ্নে শুধুই অপেক্ষার কথা বলছেন অরূপ বিশ্বাস। আপাত ভাবে ঠিক করা হয়েছে, শুটিং এবং তীরন্দাজীকে দিয়ে বাংলার ক্রীড়া ক্ষেত্রে আনলক পর্ব শুরু হবে। কারণ দুটো খেলাতেই খেলোয়াড়দের সংস্পর্শে আসার বিষয়টি থাকে না। তারপর পরিস্থিতি দেখে এগোনোর ভাবনা।