এই মুহূর্তে খেলাধুলা

রবিবারই ইংল্যান্ড উড়ে যাচ্ছে পাকিস্তান ৷

স্পোর্টস ডেস্ক ,২৭ জুন:- ইংল্যান্ড সফরগামী পাকিস্তান ক্রিকেট দলের ১০ ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ এলেও সফর স্থগিত হচ্ছে৷ নির্ধারিত সময় অর্থাৎ রবিবারই পাকিস্তান দল ইংল্যান্ড সফরে আসছে৷ শুক্রবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে৷মঙ্গলবার যে সাত ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর জানানো হয়েছে, তাঁরা হলেন মহম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, মহম্মদ হাসনাইন, ফকর জামান, মহম্মদ রিজওয়ান, কাশিফ ভাট্টি৷ এর আগে সোমবার যে তিনজনের রিপোর্টে পজিটিভ এসেছিল, তাঁরা হলেন প্রতিশ্রুতিমান ওপেনিং ব্যাটসম্যান হায়দার আলি, অল-রাউন্ডার শাদাব খান এবং ফাস্ট বোলার হ্যারিস রাউফ৷ পাকিস্তান দল ইংল্যান্ড উড়ে গেলেও যে সব ক্রিকেটারের রিপোর্ট পিজটিভ এসেছে, তাঁরা দলের সঙ্গে যাচ্ছে না ৷

করোনা থাবা বসিয়েছে ব্রিটেনেও৷ ব্রিটেনে এখনও পর্যন্ত এক লক্ষ ৯০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন৷ মারা গিয়েছেন ৪৩ হাজার মানুষ৷ পাকিস্তান দল ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট এবং তিনটি টি-২০ খেলবে। অগস্টে ম্যাঞ্চেস্টারে প্রথম টেস্ট হওয়ার কথা৷ নির্ধারিত সূচি মেনেই সফর হবে জানিয়েছে ইসিবি৷অভ্যন্তরীণ দু’টি চার দিনের প্রস্তুতি ম্যাচ নিয়ে প্রথম টেস্টের আগে তাদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার আগে পাকিস্তান দলকে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে৷ তবে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরু করার আগে করোনা আবহের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড৷ জুলাই সাউদাম্পটনে শুরু হওয়া তিন টেস্টের সিরিজে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ৷