এই মুহূর্তে খেলাধুলা

৩০ বছর পরে নয়া ইতিহাস, ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল।

স্পোর্টস ডেস্ক , ২৬ জুন:- ফিরে এল ১৯৯০ এর স্মৃতি। সাত ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। বৃহস্পতিবার  চেলসির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি ১-২ হারার পরেই নিশ্চিত হয়ে যায় মহম্মদ সালাহদের ইপিএল জয়। ঘরের মাঠে ক্রিশ্চিয়ান পুলিসিচ ৩৬ মিনিটে চেলসিকে এগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই লিভারপুলের সমর্থকেরা উৎসব শুরু করে দিয়েছিলেন। ৫৫ মিনিটে অসাধারণ ফ্রি-কিকে ১-১ করেন কেভিন দ্য ব্রুইন।  আব্রাহামের শট ফের্নান্দিনহোর হাতে লাগে। ভিডিয়ো অ্যাসিসট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন এবং ফের্নান্দিনহোকে লালকার্ড দেখান রেফারি। ৭৮ মিনিটে গোল করে উইলিয়ান চেলসিকে ২-১ এগিয়ে দেন। এই ম্যাচে দু’বার ড্রিঙ্কস ব্রেক নিতে দেখা যায়। ফুটবলে যা অভিনব। তিরিশ বছর পরে লিগ জিততে দরকার ছিল মাত্র ২ পয়েন্ট!

প্রায় তিন দশক পরে ইংল্যান্ডে লিগ জয়ের ট্রফি লিভারপুলে আনার অন্যতম নায়ক মহম্মদ সালাহ তাই উচ্ছ্বাস আড়াল করেননি। ক্রিস্টাল প্যালেস ম্যাচে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ফাবিনহো, সাদিয়ো মানের মতো তিনিও গোল করেছেন। উল্লসিত মিশরের মেসিকে বলতে শোনা যায়, ‘‘আর দু’পয়েন্ট তুললেই আমরা চ্যাম্পিয়ন! সত্যি ভাবতে পারছি না।’’ যোগ করলেন, ‘‘এই অনুভূতির সঙ্গে অন্য কোনও কিছুর তুলনা হয় না। এখানে খেলতে আসার পর থেকেই বলে যাচ্ছি, একবার অন্তত প্রিমিয়ার লিগ জিততে হবে। সালাহদের জার্মান গুরু য়ুর্গেন ক্লপ আফসোস করছেন, এমন ঐতিহাসিক সন্ধিক্ষণ ক্লাব সমর্থকেরা স্টেডিয়ামে বসে প্রত্যক্ষ করতে পারছেন না বলে! তিনি বলেছেন, ‘‘একবার ভেবে দেখুন, এই জয়টা অ্যানফিল্ডের ভর্তি গ্যালারির সামনে ঘটলে কী হত! লিভারপুল সমর্থকদের জন্য খারাপই লাগছে।’’