এই মুহূর্তে জেলা

হাম,রুবেলার টিকাকরন শুরু হচ্ছে হুগলিতে।

হুগলি, ৬ জানুয়ারি:- হাম রুবেলার টিকা করন শুরু হচ্ছে হুগলি জেলায়। নয় মাস থেকে পনের বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে। এর জন্য সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। ৯ জানুয়ারী শুরু করে চলবে পাঁচ সপ্তাহ। জেলার ৪৮০০ শিক্ষা প্রতিষ্ঠানে চলবে হাম রুবেলার টিকা করন। সব স্কুলের অভিভাবকদের নিয়ে মিটিং করা হয়েছে। টিকা করন চলাকালীন যে কোনো রকম পরিস্থিতি মোকাবিকায় সব দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে। আজ হুগলি জেলা শাসক পি দীপাপ প্রিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠক করেন।

বৈঠক শেষে জেলা শাসক বলেন, সারে এগার লাখ শিশু কিশোরকে এই টিকা দেওয়া হবে। পথ শিশুদেরও এই টিকার আওতায় আনা হবে। একটাই টিকায় হাম ও রুবেলার প্রতিষেধক দেওয়া শুরু হয় ২০১৮ সাল থেকে। কোভিডের জন্য দু বছর কিছুটা কম ছিল। এবার নির্দিষ্ট বয়সের সবাইকে এই টিকা দেওয়া হবে। হুগলি জেলা বাসীর উদ্দেশ্যে হাম রুবেলার টিকা নিতে আবেদন জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী ও এভারেস্ট জয়ী পিয়ালী বসাক।