এই মুহূর্তে জেলা

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়া ব্রিজে বিক্ষোভ যুব তৃণমূলের। পোড়ানো হলো মোদীর কুশপুতুল।

হাওড়া , ২৫ জুন:- টানা ১৭ দিন ধরে বেড়েছে পেট্রলের দাম। এরপর বুধবার ফের বেড়েছে ডিজেলের দামও। জ্বালানির এই চড়া দর নিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল। বৃহস্পতিবার এই নিয়ে হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখায় হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বক্তব্য রাখেন তৃণমূল যুব নেতৃত্ব। পেট্রল-ডিজেল, রান্নার গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তারা। বিজেপি দূর হটো শ্লোগান দেয় যুব কর্মীরা। এদিন নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়।

এদিন দলের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন তৃণমূল যুব নেতা অরিজিৎ বটব্যাল, সুশোভন চট্টোপাধ্যায়, মৃণাল দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, কলকাতায় গতকাল বুধবার পেট্রলের দাম ছিল লিটার প্রতি ৮১.৪৫ টাকা। সেখানে ডিজেল ছিল ৭৫.০৬ টাকা। আবার রাজধানী দিল্লিতে ডিজেলের দর পেট্রলকেও ছাপিয়ে গিয়েছে বলে খবর। অভিযোগ, বিশ্ব বাজারে অশোধিত তেলের দর কমলেও সম্প্রতি দেশের বাজারে তেলের দাম টানা বেড়েছে। জ্বালানির এই চড়া দর নিয়ে বুধবার রাজধানীতে সুর চড়িয়েছে কংগ্রেস। এই ইস্যুতে আগামী সোমবার কংগ্রেস সমর্থকেরা দেশের সব জেলার সদর দফতরে দু’ঘন্টার ধর্নায় বসতে চলেছেন। এবার একই ইস্যুতে এরাজ্যে পথে নামল তৃণমূল যুব কংগ্রেস। হাওড়ায় প্রতিবাদে পথে নামল তারা।