এই মুহূর্তে জেলা

বুধবার থেকেই পুরোপুরি স্বাভাবিক হবে উত্তর হাওড়ার জল সরবরাহ পরিস্থিতি।

হাওড়া , ২২ জুন:- অবশেষে মিটতে চলছে উত্তর হাওড়ার জলের সমস্যা। প্রায় সপ্তাহখানেক আগে নস্করপাড়ার কাছে পুরসভার পানীয় জল সরবরাহের একটি পাইপ লাইন ফেটে যায়। যার ফলে উত্তর হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডে জল সরবারাহে ব্যাঘাত ঘটে। রবিবার পুরসভার পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পাইপ লাইনের প্রয়োজনীয় মেরামতের অঙ্গ হিসেবে বিকল্প পাইপ লাইন বসানোর কাজ একদম শেষ পর্যায়ে। সোমবারের মধ্যে পাইপ লাইন বসানোর কাজ শেষ করে বুধবার থেকেই পুরোপুরি স্বাভাবিক হতে পারে উত্তর হাওড়ার জল সরবরাহ পরিস্থিতি।পুরসভা সূত্রের খবর, ৩ নম্বর ওয়ার্ডের নস্করপাড়ায় ৭৫০ মিমি ব্যাসার্ধ পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রয়োজনীয় মেরামতের অঙ্গ হিসেবে বিকল্প পাইপ লাইন বসানোর কাজ একদম শেষ পর্যায়ে।

সোমবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিকল্প পাইপ লাইনে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য সংযুক্তিকরণ কার্য হেতু প্রযুক্তিগত আবশ্যিকতা হিসেবে সালকিয়ার ভূগর্ভস্থ জলাধার থেকে যে সব ওয়ার্ডে জল সরবরাহ করা হয়, সেই সব ওয়ার্ড অর্থাৎ ১ থেকে ৬ ও ৭ এর আংশিক এবং ১০ থেকে ১৪ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার দুপুর ও সান্ধ্যকালীন সরবরাহ বন্ধ থাকবে। যদিও ওই দিন সকালে জল সরবরাহ স্বাভাবিক থাকবে। পদ্মপুকুর পানীয় জলপ্রকল্প থেকে যে সব গৃহসংযোগ সরাসরি রয়েছে সেই পরিষেবা অবশ্য ব্যহত হবে না। আশা করা হচ্ছে, বুধবার সকাল থেকে সমস্ত ওয়ার্ডে জল সরবরাহ স্বাভাবিক হবে।