এই মুহূর্তে জেলা

রিষড়া এক্স আর্মি অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল।

তরুণ মুখোপাধ্যায় , ২১ জুন:- রবিবার সন্ধ্যায় রিষড়া এক্স আর্মি অ্যাসোসিয়েশনের প্রায় 100 সদস্য লাদাখে চীনা সৈন্যদের আক্রমণে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল । প্রদীপ প্রজ্জ্বলন করে তারা রিষড়ার বিভিন্ন পথ পরিক্রমা করেন। এক্স আর্মি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের বীর শহীদ যারা দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছে তাদের জন্য আমরা গর্ব অনুভব করি। আমরা যখন আর্মিতে জয়েন করি এটাই মনে করি যে আমরা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য শেষ বিন্দু রক্ত দিয়ে দেশমাতৃকার সম্মান রক্ষা করব । রাষ্ট্র আমাদের নিরাপত্তার ব্যাপারে কোন খামতি রাখেনি । যথেষ্ট নিরাপত্তা আমরা পাই়। শুধুমাত্র এক্স আর্মি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা আবেদন রাখবো যেভাবে চীন যেভাবে আগ্রাসন নীতি নিয়েছে তার উপয্যক্ত জবাব আমাদের নির্ভীক সেনারা জবাব দেবে। ওদের যে আগ্রাসন নীতি তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তার সঙ্গে সঙ্গে ওদের যে ব্যাবসা বাণিজ্য আমাদের দেশে বিস্তার লাভ করেছে তাতে আমাদের ধাক্কা দিতে হবে। আমাদের দেশে যে সমস্ত চীনা পণ্য বাজার ছেয়ে গেছে সেগুলো ভারতবাসী হিসেবে প্রত্যেকের বর্জন করা উচিত। তবেই তাদের ভাতে মারা যাবে।