এই মুহূর্তে জেলা

নিয়ম মেনেই জগন্নাথ দেবের নবযৌবন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মাহেশে।

হুগলি , ২১ জুন:- আগামী ২৩ তারিখ ঐতিহাসিক মহেশের রথযাত্রা। আগে আজ দুদিন আগে প্রভু জগন্নাথ দেবের নবযৌবন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এবছর সারা বিশ্বজুড়ে করোনার মহামারী তে সমস্ত কিছু থমকে গেছে। এর প্রভাব পড়েছে দেবালয় গুলিতেও। হলে প্রশাসনের নির্দেশে সামাজিক দূরত্ব মেনে সমস্ত অনুষ্ঠান হচ্ছে। দেশের বৃহত্তম রথযাত্রা পুরীর রথযাত্রা সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিত হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথয়াত্রা এবছর মাহেশের রথের চাকা রাজ পথে চলবে না। মন্দির কর্তৃপক্ষ গত একমাস আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবারে স্নানযাত্রা উৎসব মন্দির প্রাঙ্গণে হবে।সেই মতো গত ১৫ দিন আগে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়েছে।

p style=”font-size: 16px; text-align: justify;”> তারপরে ১৫ দিন বন্ধ ছিল মন্দির। এবং আজ আবার আবার সেজে উঠেছেন নব যৌবনে। সেই নবযৌবন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল থেকেই ।কিছু কিছু ভক্ত এসে তাদের মনস্কামনা পূরণের জন্য প্রভুর কাছে প্রার্থনা করছেন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারীর সঙ্গে তিনি ৬২৪ বছরের ইতিহাসে এই প্রথম বার মহেশের রথের চাকা এবং সবকিছুই স্তব্ধ হয়ে গেছে। আমরা প্রশাসনের নির্দেশ মেনে মন্দিরে পূজা অনুষ্ঠান স্নান যাত্রা ও রথ যাত্রা মন্দির প্রাঙ্গণে করা হচ্ছে। এর জন্য আমরা লক্ষ্য লক্ষ্যভক্ত কুলের কাছে।