এই মুহূর্তে জেলা

কুয়োয় পড়ে বৃদ্ধার মৃত্যু। নিশ্চিন্দায় চাঞ্চল্য।

হাওড়া , ২১ জুন:- বর্ষায় পাতকুয়ার পাড় ধসে মৃত্যু হল এক বৃদ্ধার। ষাটোর্ধা ওই বৃদ্ধার নাম গৌরী পাঁজা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বালির নিশ্চিন্দা থানা এলাকার ঠাকুরানীচকে। ঐ বৃদ্ধার পরিবার সূত্রে জানা গিয়েছে যে, এদিন সকালে ৬টা নাগাদ ওই মহিলা কুয়ার পাড়ে আসেন। তখনই হঠাৎ হুড়মুড়িয়ে ধসে যায় কুয়ার পাড়। ঠিক তখনই কুয়ার ভিতরে পড়ে যান ওই বৃদ্ধা। তার উপর চাপা পড়ে যায় পাশের ইঁটের বাঁধানো পাড়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিশ ও দমকল।

তাদের যৌথ প্রচেষ্টায় শুরু হয় উদ্ধার কাজ। খবর পেয়ে ছুটে আসেন ডুবুরি বীরেন কর্মকার। তাদের প্রায় চার ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় ওই মহিলার মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই কুয়ার পাড় বিপদজনক অবস্থায় ছিল। কিন্তু এদিন সকালে যখন ওই মহিলা জল তুলতে কুয়ার পাড়ে আসেন তখন হঠাৎই বাঁধানো পাড়। নিচে পড়ে যাওয়ার কারণে এবং বাঁধানো পাড়ের আঘাত লাগে ওই মহিলার মাথায়। এই আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। গোটা বিষয়টি খতিয়ে দেখছে নিশ্চিন্দা থানার পুলিশ।