চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায়ও আসব এবং তার সঙ্গে বদলাও নেব বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই হুমকির পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার ডানকুনিতে তৃণমূলের একটি অনুষ্ঠানে এসে তীব্রভাবে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দিলীপ ঘোষ কথায় কথায় মারপিট দাঙ্গার কথা বলে , আমি চ্যালেঞ্জ করে বলছি আমাদের ছেলেদের গায়ে হাত দিয়ে দেখুক, আমরা চুড়ি পড়ে বসে নেই আমাদের যদি একটা ছেলের গায়ে হাত পড়ে , আমরা বিজেপির ১০ জনের গায়ে হাত দেবো। ওদের ট্রেন্ড হচ্ছে মারপিট করা ।
এখানে একবার করে দেখাক তাহলেই বুঝতে পারবে এর ফল কি হতে পারে। দিলীপের লাল চোখ কে আমরা ভয় পাই না। ওর লাল চোখ আমরা হলুদ করে ছেড়ে দেবো , এটাই যেন মনে রাখে দিলীপ ঘোষ । আজ বিকালে ডানকুনির মনোহরপুর এর ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝড়ে বিধ্বস্ত মানুষদের সাহায্যার্থে একটি সবজির হাট বসায় । সেই সবজির হাট থেকে স্থানীয় কয়েক হাজার মানুষের হাতে বিনামূল্যে শাকসবজি এবং খাদ্য বস্ত্র তুলে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । আজকের অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় ডানকুনি পুরসভার প্রশাসক হাসিনা শবনম এবং এবং ডানকুনি পৌরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায় সহ তৃণমূল কর্মী এবং নেতৃবৃন্দ।