স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- সুযোগ পেলে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান । ইচ্ছা প্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে যদি একবার সুযোগ দেওয়া হয় তাহলে আমি কোচিং করানোর জন্য রাজি আছি ।” তিনি আরও বলেন, “এখন অনেক বেশি সাপোর্ট স্টাফ দলের সঙ্গে থাকে । যেমন আমি ব্যাটিং-ফিল্ডিংয়ে বিশেষ দক্ষতা রাখি । আমি যদি কোনও দলের কোচ হই তাহলে আলাদা করে ব্যাটিং কোচের দরকার আছে কি ?” হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি আজ়হার IPL নিয়ে আশাবাদী । তাঁঁর মতে, কোরোনা সংক্রমণের জন্য IPL বন্ধ হলেও পরে এর আয়োজন হতে পারে ।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ না হলে BCCI ওই সময় IPL-এর আয়োজন করতে পারে বলে মনে করছেন আজহার । তিনি আরও বলেন, “কেউ পছন্দ করুন বা না করুন IPL গত 10-12 বছর ধরে ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে । এই একটি প্ল্যাটফর্ম যেখানে ক্রিকেটাররা ভালো পারফর্ম করলে দ্রুত নজরে আসেন হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বসে কেমন মনে হচ্ছে ? উত্তরে আজহার বলেন, “এটা যথেষ্ট চ্যালেঞ্জিং । 226টি ক্লাব রয়েছে এবং আমাকে নিরপেক্ষ হয়ে সেই ক্লাবগুলি পরিচালনা করতে হয় । এর থেকে একটা ক্রিকেট টিম পরিচালনা করা অনেক সোজা ।” আজ়হার ভারতীয় দলের হয়ে 99টি টেস্টে 6 হাজার 215 রান করেছেন । 334টি একদিনের ম্যাচে 9 হাজার 378 রান করেছেন ।