এই মুহূর্তে জেলা

লকডাউনে বিধি মানতে হাওড়ায় পাবলিক প্লেসে প্রচার পুলিশের।

হাওড়া , ১৫ জুন:- চার দফা লকডাউন-এর পর শুরু হয়েছে আনলক ১। জনজীবন স্বাভাবিক করতে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে বেশ কিছু ছাড়। কিন্তু তারপর থেকেই ক্রমশ বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই উত্তরোত্তর তা বৃদ্ধি পাচ্ছে। করোনা সতর্কতা হিসাবে এবার ফের প্রচারকার্যে নামল হাওড়া সিটি পুলিশ। রবিবারের পর সোমবারেও সকাল থেকে হাওড়ার মালিপাঁচঘড়া থানার পক্ষ থেকে ওই প্রচারকার্য চালানো হয়। মালিপাঁচঘড়া থানার এস আই সরফরাজ আলম নিজে এই সচেতনতা প্রচারে অংশ নেন। সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার ওই এলাকার দোকানগুলিতে গিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের সকলকেই মাস্ক পরতে নির্দেশ দেওয়া হয়। ক্রেতারা মাস্ক পরে না এলে তাদেরকে দ্রব্যাদি বিক্রি করতে পারবে না বলে জানানো হয় বিক্রেতাদের। এর পাশাপাশি বিক্রির সময় সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশও দেওয়া হয়। সোমবার প্রচার চালানো হয় এলাকার টোটো স্ট্যান্ড, অটোস্ট্যান্ড, মিনি বাস স্ট্যান্ড, পাবলিক বাস স্ট্যান্ড, লঞ্চঘাটে।

এছাড়াও প্রাইভেট গাড়ি, বাইক, রিক্সাওয়ালা সকলকেই রাস্তায় করোনা মোকাবিলার জন্য কি কি করনীয় তা নিয়ে সচেতন করা হয়। নির্দিষ্ট করে বলা হয় কোন গাড়িতে কতজন যাত্রী তুলতে পারা যাবে। কোনও যাত্রী মাস্ক পরে না থাকলে তাকে গাড়িতে তোলা যাবে না বলেও পুলিশ জানিয়ে দেয়। এরপরেও যদি কেউ নিয়ম ভঙ্গ করার চেষ্টা করেন তৎক্ষণাৎ পুলিশকে জানানোর জন্য আবেদন করা হয়েছে। লকডাউনের ধারা অনুযায়ী সেক্ষেত্রে মামলা রুজু করবে পুলিশ। হাওড়ার বাঁধাঘাট, অরবিন্দ রোড, সালকিয়া প্রভৃতি এলাকায় সচেতনতার কাজ করা হয়েছে। ইতিমধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে চল্লিশ জন। রাজ্য সরকারি বুলেটিন অনুযায়ী ১৪ ই জুন পর্যন্ত হাওড়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭২২ জন। করোনা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জন। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তের সংখ্যা কমানোর জন্য এই সচেতনতার কাজে নেমেছে হাওড়া সিটি পুলিশ।