স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- ২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তখন থেকেই লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ২০১৭ সালে টিম ইন্ডিয়ার সীমিত ওভারের অধিনায়কত্বও ছেড়ে দেন মাহি। সেই বছর থেকে দেশকে তিন ফর্ম্যাটে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। এখনও পর্যন্ত ভারতীয় দলকে ৫৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ৩৩টি ম্যাচে জয় হাসিল হয়েছে। ১২টি ম্যাচ হেরেছে ভারত। বিরাটের নেতৃত্বে ৮৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। জিতেছে ৬২টি ম্যাচ। কোহলির নেতৃত্বে টি-টোয়েন্টিতে ৩৭টির মধ্যে ২২টি ম্যাচ জিতেছে ভারত।
তবে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ততটাও সফল নয় বলে মনে করেন দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। বিরাটকে আরও অনেক পথ অতিক্রম করতে হবে বলে মনে করেন গৌতি। এখনও কোনও বড় টুর্নামেন্ট জিততে পারেনি বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ২০১৭-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। ২০১৯-র বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল বিরাটের দলকে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবেও কোহলির রেকর্ড খুব একটা আকর্ষণীয় নয়। দুই বার ফাইনালে উঠেও রানার্স হয়েই খুশি থাকতে হয়েছে আরসিবি-কে।