এই মুহূর্তে খেলাধুলা

ফাঁকা মাঠে আইপিএল হতে পারে না, বার্তা ক্রিকেট ঈশ্বরের ।

স্পোর্টস ডেস্ক, ১৪ জুন:- ফাঁকা মাঠে খেলে লাভ কী ক্রিকেটাদের! ফাঁকা মাঠে আইপিএল আয়োজন নিয়ে এবার প্রশ্ন তুললেন শচীন তেন্ডুলকর। লিটিল মাস্টার বলেন, মাঠে যেন অন্তত ২৫ শতাংশ দর্শক এনে ম্যাচ করানো হয়। কারণ একেবারে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হলে ক্রিকেটাররা এনার্জি পাবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই ইঙ্গিত দিয়েছে, এবারের বিশ্বকাপে ২৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করা হতে পারে। এবার আইপিএল-এর ক্ষেত্রেও একই কথা বললেন সচিন। তিনি বলেছেন, ”কিছু সংখ্যক দর্শককে স্টেডিয়ামে আসতে দিলে ভালই হয়। তাহলে অন্তত এটা বোঝানো যাবে যে আমরা একেবারে স্তব্ধ হয়ে নেই। ধীরে ধীরে হলেও স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছি। তাছাড়া দর্শকরা মাঠে না এলে ক্রিকেটারদের খেলার উৎসাহ থাকবে না। আমার মনে হয় এই ব্যাপারে বিসিসিআই-এর ভাবা উচিত।” 

উল্লেখ্য বিসিসিআই আইপিএল আয়োজনের জন্য অক্টোবর-নভেম্বর এর উইন্ডো ভাবছে। আশা করছে, ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ আপাতত স্থগিত হলে ওই উইন্ডোয় আইপিএল আয়োজন করা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে আইপিএলের আয়োজন আদৌ দেশের মাটিতে হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কয়েকদিন আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজনে ফাঁকা স্টেডিয়ামেও হতে পারে আইপিএল। গাওয়াস্কার আবার বলেছেন, সেপ্টেম্বরে ভারতে বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়। ফলে সেই সময় আইপিএল আয়োজন করা মুশকিল। এরই মধ্যে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহী আইপিএল আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে দেশের বাইরে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েও বিচার বিবেচনা করছে বোর্ড।