এই মুহূর্তে খেলাধুলা

করোনায় আক্রান্ত আফ্রিদি! কী বললেন গৌতম গম্ভীর ?

স্পোর্টস ডেস্ক , ১৪ জুন:- দুজনের মধ্যে সাপে-নেউল সম্পর্ক। একজন একটু এদিক-ওদিক বললে আরেকজন ছেড়ে কথা বলেন না। কখনও আফ্রিদি আক্রমণ করেন। কখনও আবার গৌতম গম্ভীর ফুঁসে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় হোক বা টিভি চ্যানেলের সাক্ষাৎকারে,গম্ভীর-আফ্রিদি মানেই উত্তপ্ত বাক্য বিনিময়! তবে এখন পরিস্থিতি আলাদা। করোনা ভাইরাসের প্রকোপ শত্রুতা ভুলিয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। আর এমন দুঃসময় আফ্রিদি দ্রুত আরোগ্য কামনা করলেন গম্ভীর। দুজনের মধ্যে রাজনৈতিক ও আদর্শগত পার্থক্য থাকলেও এই দুর্দিনে সেসব উধাও। আফ্রিদির সুস্থতা কামনা করেছেন বিজেপি সাংসদ গম্ভীর। সালাম ক্রিকেট ২০২০’ নামক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন গম্ভীর। সেখানেই তিনি জানতে পারেন, আফ্রিদি করোনায় আক্রান্ত হয়েছেন।

তার পরই গম্ভীর বলেন, যে কেউই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। কিন্তু এমন মারণ ভাইরাসে কারও আক্রান্ত হওয়া ভাল খবর নয়। আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করি। এমনকী, দেশের প্রতিটি আক্রান্ত যেন দ্রুত সেরে ওঠে, সেই কামনা করি। ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে মাঝেমধ্যেই লেগে যায় গম্ভীর-আফ্রিদির। কিন্তু এখন সেসবের সময় নয়। এই সময় দুই দেশের তারকারাও মানবিক হয়ে উঠেছেন। তাই এই সময় কেউই একে অপরের প্রতি বিদ্বেষ উগড়ে দিচ্ছেন না। আফ্রিদিকে এবারের মতো কিছু না বললেও গম্ভীর কিন্তু পাকিস্তানকে সমালোচনার সুযোগ ছাড়লেন না। ভারতে দরিদ্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে সাহায্য করতে চেয়েছিল পাকিস্তান। তবে পাকিস্তানের সেই প্রস্তাব হাসি মুখে ফিরিয়ে দিয়েছে ভারত সরকার। পাকিস্তানের অর্থনীতির এমনিতেই বেহাল দশা। ঋণে জর্জরিত ইমরান খানের দেশ।