এই মুহূর্তে কলকাতা

উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশনে আধার।


কলকাতা, ৬ জুলাই:- উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনেও এবার আধার নম্বর বাধ্যতামূলক করা হল। এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, আধার নম্বর ছাড়া আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসা যাবে না। উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়ের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই সব ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে।

চলতি বছরের ১৬ই অগাস্ট থেকে ১০ই নভেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের আধার নম্বর সংসদের পোর্টালে অনলাইনে আপডেট করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও পড়ুয়া অনলাইনে রেজিস্ট্রেশন করাতে না পারলে, ৩ থেকে ১০ই নভেম্বরের মধ্যে জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করানো যাবে। সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা যাতে অনেক আগে থেকেই বিষয়টি জানতে পারেন, তাই বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল।