এই মুহূর্তে জেলা

বেতন না পেয়ে ধর্নায় বসলেন বি ,এস ,এন ,এল দপ্তরের অস্থায়ী শ্রমিকরা।

হুগলি , ১১ জুন:- ১৪ মাস বেতন না পেয়ে ধর্নায় বসলেন বি এস এন এল দপ্তরের অস্থায়ী শ্রমিকরা। গত ৯ তারিখ থেকে বেতনের দাবিতে এই আন্দোলন। সব জায়গায় ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড দপ্তরের সামনে লাগাতার ধরনা করে কি সমষ্যার সমাধান হবে নাকি অন্য পন্থা অবলম্বন করবে এই সব ঠিকা শ্রমিকেরা।এ প্রশ্ন উঠে আসছে।সময়টা নেহাৎ কম নয় ১৪ মাস তার ওপর চলছে লক ডাউন।এই সময় জরুরী বিভাগের কর্মচারীরা বেতনের দাবিতে রাস্তায় বসে আছে এর থেকে আর কি লজ্জার হতে পারে। পেটের জ্বালায় নিজের এবং পরিবারের স্বার্থে এই।আন্দোলন যথার্থক বলে মনে করে বি এস এন এল এর অভাগা কর্মীরা।