এই মুহূর্তে জেলা

বলে থুতু লাগানো নিষিদ্ধ ঘোষণা করল আইসিসি, করোনার উপসর্গ দেখা গেলে টেস্টে খেলোয়াড় বদলের নিয়ম চালু।

স্পোর্টস ডেস্ক, ১০ জুন:- করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটের নিয়মে কিছু বদল আনার কথা ঘোষণা করল আইসিসি। ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি যে প্রস্তাবগুলি দিয়েছিল, সেগুলি কার্যকর করছে আইসিসি। এবার থেকে টেস্ট ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের শরীরে করোনার উপসর্গ দেখা গেলে, সেই খেলোয়াড়ের পরিবর্তে অন্য কাউকে মাঠে নামানো যাবে। এছাড়া আরও জানানো হয়েছে, বল চকচকে রাখার জন্য থুতু ব্যবহার করা যাবে না। যে দেশে আন্তর্জাতিক সিরিজ হবে, সেই দেশের আম্পায়াররাই দায়িত্বে থাকবেন।

আগামী মাস থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে অবশ্য স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না। এই সিরিজের জন্য আজই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। এদিনই আইসিসি-র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি চিফ এগজিকিউটিভ কমিটি। ক্রিকেট যখন ফের শুরু হবে, তখন করোনা ভাইরাসের ঝুঁকি কমানো এবং খেলোয়াড় ও আম্পায়ারদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’