দিনহাটা, ৯ জুন:- সময়ের সাথে তাল মিলিয়ে ক্রমশ বেড়েই চলেছে করোনার থাবা। এখনও পর্যন্ত দিনহাটায় ১৩৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবুও মানুষ বিনা কারনে বাড়ির বাহিরে বেরিয়ে বাজার ঘাট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এমতাবস্থায় দিনহাটা থানার পুলিশ নড়ে চরে বসেছে। গত কয়েকদিনে দিনহাটা মহকুমায় বিভিন্ন এলাকায় নাকা চেকিং করতে গিয়ে পুলিশ দেখেন বাসিন্দারা মাস্ক ছাড়াই দেদারচ্ছে ঘুরে বেড়াচ্ছে।
এরকম বিভিন্ন এলাকা থেকে মোট ৪৮ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, প্রশাসন থেকে শুরু করে অনেকেই বাসিন্দাদের সতর্ক করেছে। তবুও যে যার মতো করে মহকুমার বাসিন্দারা মাস্ক ছাড়াই বাজারে বেরিয়ে পড়ছেন। যে হেতু তারা মাস্ক পড়েননি বা প্রশাসনের নিয়মকে অমান্য করেছে। বিভিন্ন এলাকায় নাকা চেকিংয়ে ৪৮ জনকে আটক করা হয়েছে। বেশ কিছু বাইক ও দুটি গাড়িও আটক করা হয়েছে বলে জানান তিনি।