এই মুহূর্তে জেলা

আনারস ভর্তি বিস্ফোরক থেকে-হাঁসুয়ার কোপ , পশু নিধনের হিংসায় মানুষ সত্য , তাহার ওপর নাই।

সুদীপ দাস , ৯ জুন:- পশুর প্রতি মানুষের হিংস্রতা, ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে দেশ জুড়ে। সামান্য কুকুরের ঘেউ ঘেউ শব্দ সহ্য করতে না পেরে, পাটিকে কেটে দেওয়া হলো কুকুরটির। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলী জেলার পোলবা ব্লকে। পোলবা ব্লকের সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অমরপুর গ্রামে গতকাল একটি কুকুরের সঙ্গে এক অমানবিক ঘটনা ঘটলো এক যুবক। বর্তমানে, অভিযুক্ত পুণ্য হাঁসদাকে গ্রেপ্তার করে পুলিশ চুঁচুড়া আদালতে পাঠিয়েছে।। পুণ্য হাঁসদার বিরুদ্ধে, অভিযোগ জানিয়েছে এক পশুপ্রেমী সংগঠন ও স্থানীয় মানুষ পোলবা থানায়। ইতিমধ্যেই কেরলের হাতির ঘটনা, এবং হিমাচল প্রদেশের গরুর ঘটনায় দেশ জুড়ে সোচ্চার হয়েছে মানুষ। ঠিক তেমনই, পাড়ার একটি কুকুরের সঙ্গে এক অমানবিক ঘটনা ঘটলো পুণ্য হাঁসদা। যদিও এখনো পর্যন্ত কুকুরটি জীবিত রয়েছে,

কিন্তু তার সঙ্গে যে অমানবিক ঘটনা ঘটানো হয়েছে, তা সত্যিই জঘন্যতম। সামান্য কুকুরের চিৎকার সহ্য করতে না পেরে, হাঁসুয়া দিয়ে পা টি শুধু কোপানো হয়নি, দেহের একাধিক জায়গায় কোপ মেরে তাকে মারতেই চেয়েছিল উক্ত ব্যক্তি। যে ক্ষত গভীরে পৌঁছেছে বলেই জানিয়েছেন পশু চিকিৎসক। পা টিকেও জোড়ার চেষ্টা করা হয়েছে,কিন্তু সেটা যে আদৌ সফল হবে কিনা, সেবিষয়ে থেকে গিয়েছে অনিশ্চয়তা। ওই রকম জখম হওয়ার পরও যে কুকুরটি এখনো বেঁচে রয়েছে,সেটাই আশ্চর্যজনক, মৃত্যু ঘটলেও সেটি অস্বাভাবিক নয়। এক পশুপ্রেমী মহিলা, ও তার সংগঠন, তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবিষয়ে সোচ্চার হয়েছে এলাকার মানুষ ও সেই স্বেচ্ছাসেবী সংগঠন । এই জঘন্য কাজের জন্য যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়।