এই মুহূর্তে জেলা

৭২ দিন পর গঙ্গা সাগর কপিলমুনি মন্দির খুলে দিল গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ।

দ:২৪পরগনা, ৮ জুন:- লকডাউন এর ৭২ দিন পর এলাকার মহিলারা শঙ্খ ধ্বনি বাজিয়ে গঙ্গাসাগরের কপিল মুনি মন্দির মঙ্গলবার সকল থেকে খুলে দিল গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা । হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের নিমাই মহারাজ, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি শম্ভুদ্বীপ রায় সহ এলাকার স্থানীয় বাসিন্দারা । এদিন কপিলমুনি মন্দির খোলার আগে পুরো মন্দির থেকে স্যানিটাইজার করা হয় । জিবিডি বচেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, এই পবিত্র মন্দিরে দশ জন করে পূজা দিতে পারবেন তার বেশি কেউ পুজো দিতে পারবেন না । সবাই কে মাস্ক পরে দশ জন পুজো দিয়ে বাহির হওয়ার পর আবার দশ জনকে পূজা দেবেন । এভাবেই করোনা ভাইরাসের অবহের মধ্যে চলতে থাকবে সাগরের কপিলমুনি মাদিরের পূজা।