হাওড়া, ৫ জুন:- পারিবারিক গন্ডগোলকে কেন্দ্র তৃণমূল-বিজেপি সংঘর্ষে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার বালি থানা এলাকা। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে র্যাফ নামাতে হয়। জানা গেছে, বালি নবীন সংঘ মাঠের সামনে ডক্টর পি এন ঘোষ রোডে একটি পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মীমাংসা করতে এসে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই রাজনৈতিক দলের কর্মীরা। উত্তরপাড়া থেকে বহিরাগতরা এসে হামলা চালায় বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়। ঘটনায় একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ জানায় জানায় বিজেপি। তৃণমূলের পাল্টা অভিযোগ, তারা মীমাংসা করতে এলে বিজেপির দুষ্কৃতিরা তাদের উপর হামলা চালায়। থানার উভয়পক্ষ অভিযোগ জানিয়েছে। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। র্যাফ নামানো হয়। এই ঘটনায় রাতেই কয়েকজনকে আটক করা হয়। এলাকা আজও থমথমে।
Related Articles
মাংকিপক্স থেকে আগাম সর্তকতা অবলম্বন রাজ্যের।
কলকাতা, ২৭ মে:- বিশ্বের বহু দেশে মাঙ্কি পক্সের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ফের বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।যদিও এখনও পর্যন্ত এ দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার কোনও ঘটনা সামনে আসেনি তাও আগাম সতর্ক থাকার নীতি নিয়েছে এ রাজ্যের সরকার।আবার তামিনাড়ু, কেরালার মত রাজ্যে শিশুদের মধ্যে টম্যাটো ফ্লু নামের এক ধরণের জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। […]
মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে প্রথম বৈঠকে বসছে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড।
কলকাতা, ৩ সেপ্টেম্বর:- উদ্দেশ্য রাজ্যে শিল্পে বিনিয়োগের পথে যে কোনও বাধা বিঘ্নের দ্রুত এবং তাৎক্ষণিক অপসারণ। সেই লক্ষ্য কে সামনে রেখে আগামী ১৫ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে প্রথমবার বৈঠকে বসতে চলেছে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড। পরিকাঠামো বা প্রযুক্তিগত খুঁটিনাটির কারণে রাজ্যের যে সমস্ত বিনিয়োগ প্রকল্প থমকে রয়েছে তাদের যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে এই বৈঠকে […]
কু কু ঝিকঝিক যাত্রা পথে এবার লোকালের যাত্রীদের বাড়তি পাওনা টিভি পরিষেবা।
হাওড়া, ২৫ জুলাই:- যাত্রাপথে যাত্রীদের একঘেয়েমি কাটাতে আজ থেকেই লোকাল ট্রেনে মিলছে টিভি পরিষেবা। হাওড়া স্টেশনে পরিষেবার সূচনা। ব্যান্ডেল লোকাল দিয়ে শুরু হলো নতুন পরিষেবা। খুশি যাত্রীরাও। লোকাল ট্রেনে যাত্রাপথের একঘেয়েমি কাটাতে পরিকাঠামো বদলে আরও আধুনিক হলো রেল। আজ সোমবার সকাল থেকেই টিভি দেখতে দেখতে গন্তব্যে যাত্রা করবেন যাত্রীরা। টিভি দেখার সুযোগ পাবেন প্রত্যেক যাত্রী। […]