এই মুহূর্তে জেলা

হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কাঁচা সবজি বিতরণ।

হুগলি, ৩ জুন:- হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সহযোগিতায় সিঙ্গুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের হবে পরিবারদের হাতে কাঁচা সবজি ও ডিম তুলে দেওয়া হয়েছে। লকডাউন ও আমফানে ক্ষতিগ্রস্হ দু:স্থ পরিবারদের জন্য ‘অঞ্জলি’ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের এই উদ্যোগে সামিল হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেস। এদিন সিঙ্গুরে কল্পনা হলের সামনে রাস্তার পাশে অস্হায়ী সবজির স্টল করে আলু, পিঁয়াজ থেকে বিভিন্ন কাঁচা সবজি তুলে দিলেন জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী ডা:করবী মান্না।

এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কৃষান ক্ষেতমজদুর কমিটির রাজ্য সভাপতি তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না সহ সিঙ্গুর ব্লকের অনান্য মহিলা তৃনমূল কর্মীরা। এই ‘অঞ্জলি’ অনুষ্ঠান আগে জেলার উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর শহরে করা হয়েছিল। এদিন সিঙ্গুরে 500 জন পরিবারের হাতে সবজির ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে। পরিকল্পনা রয়েছে আগামীদিনে পর্ষায়ক্রমে জেলার আরামবাগ, গোঘাট, খানাকুল সহ বিভিন্ন ব্লকে এই ‘অঞ্জলি’ অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রাণ সামগ্রী বিলি করা হবে।