এই মুহূর্তে খেলাধুলা

বার্ষিক উপার্জনে মেসিকে টপকে রজার-রোনাল্ডো, একমাত্র ভারতীয় বিরাট।

স্পোর্টস ডেস্ক,৩০ মে:- একদিকে করোনা মহামারিতে লকডাউনের ধাক্কা সামলাতে চরম আর্থিক সংকটে ভুগছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে দেখা দিয়েছে চরম আর্থিক মন্দা ও বেকারত্ব। আর্থিক ঘাটতি মেটাতে নাজেহাল অবস্থা বিভিন্ন ক্রীড়া সংস্থার বোর্ডের।বেতনেও কোপ পড়তে চলেছে বহু খেলোয়াড়দের। আর তারই মধ্যে ঘোষণা হয়ে গেল বিশ্বের সর্বাধিক উপার্জনকারী ক্রীড়া ব্যক্তিত্বদের নাম। গত এক বছরে সর্বোচ্চ বেতন পাওয়া অ্যাথলিটদের তালিকা প্রকাশ করল ফোর্বস। ১০০ জন শীর্ষ আয়ের অ্যাথলিটদের নাম প্রকাশ করেছে ফোবর্স। সেই তালিকায় ক্রীড়াদুনিয়ায় ভারতীয়দের মধ্যে একমাত্র বিরাট কোহলিরই নাম রয়েছে। সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়দের তালিকায় প্রথম একশো জনের মধ্যে জায়গা ধরে রেখেছেন কোহলি। ফোবসের হিসেবে বলছে গত এক বছরে বিরাট কোহলি ২৬ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯৭ কোটি টাকা। এই তালিকায় গতবছর বিরাট ১০০ তম স্থানে ছিলেন। প্রথম একশোর তালিকায় ৩৪ ধাপ উঠে এখন ৬৬ নম্বরে রয়েছেন কোহলি।

অন্যদিকে আর্জেন্টাইন মহাতারকা ফুটবলার লিওনেল মেসিকে সরিয়ে সর্বাধিক উপার্জনকারী ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় সবার উপরে উঠে এলেন টেনিস তারকা রজার ফেডেরার। ১০৬.৩ মিলিয়ন US ডলার উপার্জন করে ২০২০ সালে সবার উপরে আছেন রজার।টেনিস থেকে এই প্রথম কোনও খেলোয়াড় ফোর্বসের তালিকায় শীর্ষ স্থানে উঠে এলেন ৷ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ২০২০ সালে তাঁর উপার্জিত অর্থের পরিমাণ ১০৫ মিলিয়ন US ডলার ৷ এক থেকে ১০৪ মিলিয়ন US ডলার উপার্জন করে তৃতীয় স্থানে নেমে এসেছেন আর এক ফুটবল তারকা এলএম টেন।রোনাল্ডো ও মেসির পরেই আছেন ব্রাজিলিও ফুটবল তারকা নেইমার জুনিয়ার ৷ ২০২০ সালে তিনি উপার্জন করছেন ৯৫.৫ মিলিয়ন US ডলার ৷ পাঁচ নম্বর স্থানে আছেন অ্যামেরিকান বাস্কেট বল তারকা লিবর্ন জেমস ৷ তিনি ৮৮.২ মিলিয়ন US ডলার উপার্জন করেছেন ৷ফোর্বসের সম্পাদক কার্ট বাডেনহাউসেন বলেন, ‘‘ কোরোনা ভাইরাসের জন্য রোনাল্ডো, মেসির মতো ফুটবলারদের বেতন কাটছাঁট হয়েছে ৷ আর এটাই টেনিস তারকা ফেডেরাকে এক নম্বর স্থান অর্জন করার সুযোগ করে দিয়েছে ৷’’ ফোর্বসের তালিকায় ১০০ জনের মধ্যে মাত্র একজন ক্রিকেটার আছেন ৷ তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

There is no slider selected or the slider was deleted.