এই মুহূর্তে জেলা

প্রেমের প্রস্তাবে সায় না দেওয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত।

হাওড়া

হাওড়াবছরখানেক ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল সায় না দেওয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো প্রতিবেশী যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুর থানার ভবানীপুর গ্রামে। পলাতক অভিযুক্ত যুবক অজিত বাগ। আটক অভিযুক্তের ভাই। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর নাম তৃষা বাগ। বয়স ১৭। এলাকার স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতো। বছরখানেক ধরে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল প্রতিবেশী যুবক অজিত বাগ (৩০)। ছাত্রীটি কর্ণপাত না করে প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর থেকেই রাস্তায় দেখতে পেলেই বিরক্ত করতো। ক’দিন আগে থেকে ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছিল অভিযুক্ত যুবক। আজ বাড়ির কাছে রাস্তার ধারে অপেক্ষা করছিল। টিউশন পড়ে বাড়ি ফিরবার সময় ছাত্রীটির উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অজিত। রাস্তাতেই কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্য হয় বছর সতেরোর ছাত্রীটির। তারপরই বাইক নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক অজিত বাগ।

There is no slider selected or the slider was deleted.

রাস্তায় ছাত্রীটির দেহ সাইকেল উপর পড়ে। দেহের পাশেই পড়ে ধারালো অস্ত্রটি। রাস্তায় রক্ত জমাট বেঁধে। এলাকার মানুষজন উদয়নারায়ণপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। কিছুদিন আগেই এলাকার মানুষজন সালিশি ডেকে অজিতকে নিষেধ করে দেয়। সেইসময় তৃষা কে বিরক্ত না করবার প্রতিশ্রুতি দেন অভিযুক্ত যুবক। তারপর এদিন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ছাত্রীটি। উদয়নারায়ণপুর থানা সূত্রে জানা গেছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরবার চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত যুবকের ভাইকে আটক করা হয়েছে।