এই মুহূর্তে জেলা

আমফানের মোকাবিলায় বৈদ্যবাটি ও রিষড়া পৌরসভা প্রস্তুত।


তরুণ মুখোপাধ্যায় ,২০ মে:-  আমফানের মোকাবিলায় শেওড়াফুলি বৈদ্যবাটি প্রস্তুত। এলাকার গরিব মানুষদের জন্য এখানকার বিভিন্ন স্কুল বাড়ি, ক্লাব ঘর গুলি খুলে দেয়া হয়েছে। যাতে ঝড়ের সময় বিপদগ্রস্ত মানুষজন সেখানে আশ্রয় নিতে পারেন।জানা গেছে সবমিলিয়ে শেওড়াফুলি বৈদ্যবাটি এলাকায় পুরসভার পক্ষ যে কোনো বিপর্যয় মোকাবিলা সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে যাতে মানুষ বিপদের মধ্যে না পড়েন। পুরসভার চেয়ারম্যান কাউন্সিল সুবীর ঘোষ জানিয়েছেন সকাল থেকে ঝড়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে চলছে ঝড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টিপাত এই দুর্যোগের মুখে সমস্ত মানুষের পাশে থাকার নির্দেশ পাঠিয়েছেন । অন্য দিকে আমফান মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি সেরে রেখেছেন রিষড়া পুরোসভা। পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানিয়েছেন পুরসভার পক্ষ থেকে এলাকার মানুষদের মধ্যে মাইকের সাহায্যে প্রচার চালানো হচ্ছে আপনার সাবধানে বাড়িতে থাকুন। আতঙ্কিত হবেন না। যেকোন রকম প্রয়োজনে আপনার রিষড়া পুরসভার সঙ্গে যোগাযোগ করবেন । সমস্ত কাউন্সিলররা পুরভবনে উপস্থিত থাকব। এবং সমস্ত রকম সাহায্য ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন পর্যাপ্ত ত্রাণ সামগ্রী  মজুদ আছে। যাতে মানুষ কোন রকম বিপদের মধ্যে না পারে তার ব্যবস্থা করা হচ্ছে । এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার তীরবর্তী স্থানে বহু মানুষ বাস করেন। তাদের সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে ।এবং এখানে যে সেল্টার গুলি রয়েছে সেখানে তাদের রাত্রিবাসের ব্যবস্থা করা হবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.