এই মুহূর্তে জেলা

চোখের সামনে বয়ে গিয়েছে আয়লা, চলে গিয়েছে বুলবুল। আবার আসছে ঘূর্ণিঝড় আমফান।

 

 

দ:২৪পরগনা,১৯ মে:- একের পর এক বিপদ জয় করে উঠেছে সুন্দরবন এবারে কি সামলাতে পারবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এর হাত থেকে আর তা নিয়ে ভয়ে কাটা সুন্দরবন বাসী। আয়লা ঝড়ের সময় নদীর ঝড় আড়াই ফুট উপরে উঠে প্রবেশ করেছিল গ্রামের মধ‍্যে। এমনই অভিজ্ঞতা শোনালেন রায়দিঘীর দমকলের সীমানার ঘাটের বাসিন্দারা। তারা আরও শোনালেন তাদের যোগাযোগের উপায় সীমাণার জেটিঘাট নদীর ভাঙণের কবলে আগেই পড়েছে। বর্তমানে জেটিকে বাশ দিয়ে মূল স্থলভাগের সংগে সংযুক্ত করা হয়েছে। জেটির সংগে সংলগ্ন প্রায় ৩ কিমি নদীবাধ ভেঙে গিয়েছে। গ্রামবাসীরা আশঙ্কা করছেন ঝড় আসলে সেই নড়বড়ে নদীবাধ ভেঙে জল গ্রামে প্রবেশ করতে পারে। বাধের প্রায় পুরোটাই ভেঙে নদীগর্ভে চলে গিয়েছে আর বাকি কিছু অংশ আর সামন‍্য অংশ। চোখের সামনে আয়লা, বুলবুল দেখে নদীবাধের এই অংশের মানুষজন বিনিদ্র রজণী যাপন করছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.