সুদীপ দাস,১৩ মে:- দিনভর নাটকের পরও কোনভাবেই হুগলীর জেলাশাসকের সাথে সাক্ষাৎ করতে পারলেন না বিজেপির দুই সাংসদ লকেট চ্যাটার্জী ও অর্জুন সিং। প্রসঙ্গত দিনকয়েক ধরে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকা। সেবিষয়েই বুধবার হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সাথে দেখা করার কথা ছিলো। কথামত সকাল ১১টা নাগাদ চুঁচুড়ায় জেলাশাসক দপ্তরের সামনে উপস্থিত হন সাংসদ অর্জুন সিং। সেখানে এসে তিনি জানতে পারেন ডিএম নয় এ ডিএমের সাথে তিনি দেখা করতে পারেন। এরপরই বেঁকে বসেন সাংসদ। তিনি সটান ডিএম অফিসের সামনেই ফুটপাথে বসে পরেন। তাঁর পাশে বসেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপাঞ্জন গুহ, দলের হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ দলীয় নেতা কর্মীরা। তখন গোটা ডিএম চত্ত্বরে টানটান উত্তেজনা। মাঝেমাঝেই গেটে থাকা পুলিশ কর্মীদের কাছে ডিএমের সাথে একবার দেখা করার আবেদন এলেও কোন সাড়া মেলেনি। অর্জুন সিং এখান থেকেই জেলাশাসককে চ্যালেঞ্জ করে বলেন আজ উনি কেনো দেখা করলেন না সে বিষয়ে ওনাকে সংসদের বিশেষ কমিটির কাছে জবাব দিতে হবে।
পাশাপাশি আজ থেকে চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন অর্জুন বাবু। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী সেখানে এসে অর্জুন সিং-এর পাশে বসে পরেন। বেশ কিছুক্ষন বসে থাকার পর গেটের পুলিশ কর্মীদের সাথে কথা বলে দুই সাংসদ ঢুকে পরেন ডিএম অফিসে। কিন্তু সেখানেও প্রথমে একতলা এবং পরে দোতলায় চলে একপ্রস্থ নাটক। সবশেষে ডিএমের সাথে দেখা না হওয়ায় তাঁরা তেলিনিপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে মানকুন্ডু জ্যোতির মোড়ে তাঁদের পথ আটকায় পুলিশ বিশাল পুলিশ বাহিনি। উপস্থিত ছিলেন এসিপি হেডকোয়ার্টার গোলাম সারওয়ার। সেখানে পুলিশের সাথে বেশকিছুক্ষন বচসা চলার পর অবশেষে দুই সাংসদ ফিরে যেতে বাধ্য হন। এদিন লকেট চ্যাটার্জী ডিএম ও সিপির বদলির দাবী করেন। অন্যদিকে লকেট চ্যাটার্জীকে নিখোঁজ চ্যাটার্জী বলে কটাক্ষ করার পাশাপাশি অর্জুন সিংকে গুন্ডা বলে দাবী করেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন উস্কানিমূলক মন্তব্যের জন্য এই দুজনকেই অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। পাশাপাশি দিলীপ যাদবের বক্তব্য লকেট, অর্জুন, দিলীপ’ মুকুল এদের কাজ শুধু রাজ্যপাল পর্যন্ত যাওয়া এবং সকাল থেকে রাজ্যপালের সাথে ট্যুইট করা।Related Articles
কর্মসংস্থানের ঘোষণা মন্ত্রীর, হাওড়ায় সিনার্জি সম্মেলন থেকে।
হাওড়া, ২৪ মার্চ:- হাওড়া জেলার আসন্ন শিল্প পার্কগুলিতে আগামী দিনে প্রচুর টাকার বিনিয়োগ আসবে এবং সেই বিনিয়োগগুলি বাস্তবায়িত হলে বহু মানুষের কর্মসংস্থান হবে। শুক্রবার হাওড়ার শরৎ সদনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি সম্মেলনে এসে একথা জানান রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, ‘আগামী দু’তিন বছরে […]
বেতন না পেয়ে ধর্নায় বসলেন বি ,এস ,এন ,এল দপ্তরের অস্থায়ী শ্রমিকরা।
হুগলি , ১১ জুন:- ১৪ মাস বেতন না পেয়ে ধর্নায় বসলেন বি এস এন এল দপ্তরের অস্থায়ী শ্রমিকরা। গত ৯ তারিখ থেকে বেতনের দাবিতে এই আন্দোলন। সব জায়গায় ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড দপ্তরের সামনে লাগাতার ধরনা করে কি সমষ্যার সমাধান হবে নাকি অন্য পন্থা অবলম্বন করবে এই সব ঠিকা শ্রমিকেরা।এ প্রশ্ন উঠে আসছে।সময়টা নেহাৎ কম […]
মালদা জেলার কমলাবাড়ী এলাকায় নিকাশি নালা বন্ধ করে ভরাট হচ্ছে জলাভূমি। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠল প্রশ্ন।
মালদা২৯ জানুয়ারি:- অবৈধভাবে মালদা শহরের জল নিকাশি ব্যবস্থার বন্ধো করার অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ তুলে তারা দ্বারস্থ মালদা জেলা প্রশাসনের। সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর রাতের অন্ধকারে চলছে জলাভূমি ভরাট বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এই জায়গা ভরাট হলে আগামীতে ভয়াবহ বন্যা পরিস্থিতির আকার নিতে পারে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। অথচ নির্বিকার প্রশাসন বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত মালদা […]