সুদীপ দাস,১৩ মে:- দিনভর নাটকের পরও কোনভাবেই হুগলীর জেলাশাসকের সাথে সাক্ষাৎ করতে পারলেন না বিজেপির দুই সাংসদ লকেট চ্যাটার্জী ও অর্জুন সিং। প্রসঙ্গত দিনকয়েক ধরে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকা। সেবিষয়েই বুধবার হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সাথে দেখা করার কথা ছিলো। কথামত সকাল ১১টা নাগাদ চুঁচুড়ায় জেলাশাসক দপ্তরের সামনে উপস্থিত হন সাংসদ অর্জুন সিং। সেখানে এসে তিনি জানতে পারেন ডিএম নয় এ ডিএমের সাথে তিনি দেখা করতে পারেন। এরপরই বেঁকে বসেন সাংসদ। তিনি সটান ডিএম অফিসের সামনেই ফুটপাথে বসে পরেন। তাঁর পাশে বসেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপাঞ্জন গুহ, দলের হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ দলীয় নেতা কর্মীরা। তখন গোটা ডিএম চত্ত্বরে টানটান উত্তেজনা। মাঝেমাঝেই গেটে থাকা পুলিশ কর্মীদের কাছে ডিএমের সাথে একবার দেখা করার আবেদন এলেও কোন সাড়া মেলেনি। অর্জুন সিং এখান থেকেই জেলাশাসককে চ্যালেঞ্জ করে বলেন আজ উনি কেনো দেখা করলেন না সে বিষয়ে ওনাকে সংসদের বিশেষ কমিটির কাছে জবাব দিতে হবে।
পাশাপাশি আজ থেকে চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন অর্জুন বাবু। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী সেখানে এসে অর্জুন সিং-এর পাশে বসে পরেন। বেশ কিছুক্ষন বসে থাকার পর গেটের পুলিশ কর্মীদের সাথে কথা বলে দুই সাংসদ ঢুকে পরেন ডিএম অফিসে। কিন্তু সেখানেও প্রথমে একতলা এবং পরে দোতলায় চলে একপ্রস্থ নাটক। সবশেষে ডিএমের সাথে দেখা না হওয়ায় তাঁরা তেলিনিপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে মানকুন্ডু জ্যোতির মোড়ে তাঁদের পথ আটকায় পুলিশ বিশাল পুলিশ বাহিনি। উপস্থিত ছিলেন এসিপি হেডকোয়ার্টার গোলাম সারওয়ার। সেখানে পুলিশের সাথে বেশকিছুক্ষন বচসা চলার পর অবশেষে দুই সাংসদ ফিরে যেতে বাধ্য হন। এদিন লকেট চ্যাটার্জী ডিএম ও সিপির বদলির দাবী করেন। অন্যদিকে লকেট চ্যাটার্জীকে নিখোঁজ চ্যাটার্জী বলে কটাক্ষ করার পাশাপাশি অর্জুন সিংকে গুন্ডা বলে দাবী করেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন উস্কানিমূলক মন্তব্যের জন্য এই দুজনকেই অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। পাশাপাশি দিলীপ যাদবের বক্তব্য লকেট, অর্জুন, দিলীপ’ মুকুল এদের কাজ শুধু রাজ্যপাল পর্যন্ত যাওয়া এবং সকাল থেকে রাজ্যপালের সাথে ট্যুইট করা।Related Articles
বিজেপির অনুমতি নেওয়া দেওয়াল লিখতে বাঁধা তৃণমূলের পাল্টা আঘাত বিজেপির , আহত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
হুগলি , ২১ মার্চ:- কোন্নগরে বিজেপির অনুমতি নেওয়া দেওয়াল লিখতে বাঁধা তৃণমূলের, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোন্নগরের সাধুর গলি এলাকায়। আহত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তন্ময় দেব। আহত কাউন্সিলরকে ভর্তি করা হয়েছে উত্তরপাড়া হাসপাতালে। একে অপরের উপর দোষ চাপিয়েছে তৃণমূল বিজেপি। আহত তৃণমূল কাউন্সিলরকে দেখতে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। বিজেপির অভিযোগ যে তাদের অনুমতি […]
সুদের টাকা চাইতেই খুন,শ্রীরামপুরে মহিলা খুনের কিনারা করল পুলিশ।
হুগলি, ২৭ মার্চ:- শ্রীরামপুর প্রভাসনগরে দিনের বেলায় বাড়িতে ঢুকে মহিলার গলা কেটে খুনের কিনারা করল পুলিশ। অভিযুক্ত কমল চৌরাশিয়াকে গ্রেফতার করেছে। ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, কমল চৌরাশিয়ার স্ত্রী শশি চৌরাশিয়া রেনু সাউ এর কাছ থেকে সুদে ২০ হাজার টাকা নিয়েছিলেন। সেই টাকা শোধ করা নিয়ে কমলের সঙ্গে রেনুর […]
করোনা নিয়ে আগাম সতর্কতা চুঁচুড়া সদর হাসপাতালে করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড।
হুগলি, ১০ মার্চ :- করোনা নিয়ে আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-এর সাথে পরামর্শ নিয়ে জেলায় জেলায় আগাম সতর্কতা স্বরূপ ব্যাবস্থা নেওয়া চলছে। সেইমত চুঁচুড়া সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যাবস্থা করার কাজ শুরু হলো। জেলায় চুঁচুড়া সদর হাসপাতালের পাশাপাশি করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড হচ্ছে আরামবাগ মহকুমা […]