এই মুহূর্তে খেলাধুলা

দেশে খেলা শুরু করতে চান ক্রীড়ামন্ত্রী, বৈঠক বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে।

 

স্পোর্টস ডেস্ক,১১ মে:- ইউরোপের অনেক দেশে করোনা আতঙ্ক কাটিয়ে খেলা ফিরলেও, এখনও খেলার জগত থেকে অনেক দূরে ভারতীয় ক্রীড়াবিদরা। তবে এবার ধাপে-ধাপে খেলা শুরুর পরিকল্পনা করছে দেশের ক্রীড়ামন্ত্রক। সেই বিষয় নিয়ে এই সপ্তাহেই একাধিক ক্রীড়া সংস্থার সঙ্গে একাধিক বৈঠক করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তবে যে কোনও অবস্থায় করোনা অতিমারিজনিত স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলেও জানানো হয়েছে। ক্রীড়ামন্ত্রীর দফতর থেকে টুইট করে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ক্রীড়ামন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ধাপে ধাপে আবার অনুশীলন শুরু করার। কিরেন রিজিজু সাইয়ের ‘ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্স’-এ থাকা প্রধান ভারোত্তোলকদের কাছে পরামর্শ চাইবেন, কী ভাবে আবার প্রস্তুতি শুরু করা যায়। তবে অগ্রাধিকার দেওয়া হবে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টিকে।’’

There is no slider selected or the slider was deleted.

সোমবারই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভারোত্তোলকদের পরামর্শ শুনবেন মন্ত্রী। একই সঙ্গে তিনি মঙ্গলবার কথা বলবেন অ্যাথলেটিক্সের ব্যাপারে। তার পরের দিনই জাতীয় পুরুষ ও মহিলা হকি দলের ট্রেনিং কী ভাবে শুরু করা যায় তা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য ক্রীড়া সংস্থা গুলির সঙ্গে কথা বলবেন ক্রীড়ামন্ত্রী। রিজিজু আগেই জানিয়েছেন যে, তাঁর ইচ্ছে আবার খেলাধুলো স্বাভাবিক নিয়মে চালু হোক। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ভারতে স্টেডিয়াম ফাঁকা রেখে ম্যাচ আয়োজনের কথা বলেছে। যার মধ্যে পড়বে ক্রিকেটও। রিজিজু জানিয়েছেন, তাঁর মন্ত্রক দেখছে কী ভাবে সেই সব খেলার প্রচার বাড়ানো যায়, যেগুলি সে ভাবে টিভিতে সম্প্রচার করা হয় না।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.