এই মুহূর্তে জেলা

কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী দীঘি থেকে উদ্ধার রাজ আমলের দেবী মঙ্গলচণ্ডীর রুপোর মূর্তি।


 

কোচবিহার,১১ মে:- কোচবিহার মদন মোহন মন্দিরের পাশের বৈরাগী দীঘি থেকে উদ্ধার রাজ আমলের একটি দেবী মূর্তি। ওই দেবী মুর্তি মঙ্গলচণ্ডীর বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী দীঘিতে নামতে গিয়ে কয়েকজন মানুষ ওই মূর্তিটি কে দেখতে পান। পরে ওই রাজ আমলের মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই তা দেখতে সেখানে ভিড় জমান শহরবাসী। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার জেলা পুলিশ ও প্রশাসন। পরে সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া ওই মূর্তিটি রাজ আমলের।এটি রুপোর তৈরি দেবী মঙ্গলচণ্ডীর মুর্তি। তবে সেটি কত পুরনো তা পরীক্ষা নিরীক্ষার পরেই জানা যাবে। কিভাবে ওই রুপোর মূর্তিটি ওখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.