কোচবিহার,১১ মে:- সাংবাদিকের উপরে হামলার অভিযোগে থানার সামনে বিক্ষোভ দেখালেন মাথাভাঙার সাংবাদিকরা। আজ মাথাভাঙা থানার বিক্ষোভ দেখায় সাংবাদিকরা। তাঁদের অভিযোগ, গতকাল মাথাভাঙার নয়ারহাট এলাকার এক নিউজ পোর্টালের সাংবাদিক সঞ্জয় বর্মণের উপর মোটর সাইকেল নিয়ে এসে হামলা চালায় দুই দুষ্কৃতী। মাথায় আঘাত করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত সঞ্জয় বর্মণের কোমরে আঘাত লাগে। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাড়ি যেতে সমর্থ হয়। ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির দাবী জানানোর পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার দাবী জানানো হয়। মাথাভাঙ্গা মহকুমা প্রেস ক্লাবের সভাপতি সন্দীপ বর্মন বলেন, গতকাল আমাদের প্রেস ক্লাবের সদস্যকে প্রাণ নাসের চেষ্টা করে দুজন দুষ্কৃতী। এর পিছনে এক পুলিশ কর্মীরা হাত আছে বলে আমরা জানতে পেরেছি। তাই অভিযুক্ত দুই দুষ্কৃতী ও পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়েছে। থানায় লিখিত ভাবে অভিযোগ করার পাশাপাশি মাথাভাঙা থানার আইসিকে সমস্ত বিষয় জানানো হয়েছে। তিনি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।