এই মুহূর্তে জেলা

বাড়ির ছাদ থেকে ফুল ছুঁড়ে পুলিশকে অভিনন্দন টিকিয়াপাড়ায়।

 

হাওড়া,৩ মে:- রবিবার হাওড়ার টিকিয়াপাড়ায় ছবিটা যেন ছিল ঠিক অন্যরকম। কদিন আগেই যেখানে পুলিশের উপর আক্রমণ হয়েছিল, সেখানেই এদিন ছিল উলট-পুরাণ। এলাকার মানুষ বাড়ির ছাদে, বারান্দায়, ব্যালকনিতে দাঁড়িয়ে পুলিশের গায়ে পুষ্পবৃষ্টি করলেন। পুলিশকে লক্ষ্য করে ফুল ছুঁড়ে পুলিশ কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করলেন তারা। এদিন ওই এলাকার শান্তি-কমিটি ও লকডাউন সোলজারদের নিয়ে এসিপি(সেণ্ট্রাল) অলোক দাশগুপ্তর নেতৃত্বে রুট মার্চ করেন পুলিশ আধিকারিক ও কর্মীরা। এদিন টিকিয়াপাড়ায় কোভিড জিরো ভলেন্টিয়ার, স্থানীয় কাউন্সিলর, শান্তিরক্ষা কমিটির সদস্য, ইমাম, পুলিশ প্রশাসনকে নিয়ে রুট মার্চ হয়। টিকিয়াপাড়া ফাঁড়ি থেকে বেলিলিয়াস রোড ডিডি অফিস পর্যন্ত এই মার্চ হয়। এদিন টিকিয়াপাড়ার মানুষ সেদিনের ঘটনার প্রতিবাদ করেন। এবং মানুষ বাড়ির উপর থেকে পুষ্পবৃষ্টি করে আমাদের উদ্যোগের জন্য অভিনন্দন জানান। হাওড়া সিটি পুলিশের এসিপি সেন্ট্রাল অলোক দাশগুপ্ত বলেন, টিকিয়াপাড়ায় আমরা একটা কোভিড জিরো ভলেন্টিয়ার টিম তৈরি করেছি। একশ সদস্য রাখা হয়েছে এই টিমে। বাইলেন থেকে সবজি ও ফল বিক্রেতারা যাতে না রাস্তায় আসতে পারেন যাতে ভীড় না হয় সেই কাজ এরা দেখভাল করবেন। এছাড়াও লকডাউনের সময় মানুষের প্রয়োজনীয় মুদির জিনিস এরা বাড়ি বাড়ি পৌঁছে দেবে। বাড়ি থেকে জিনিসের দামের টাকা এরা সংগ্রহ করে দোকানদারকে দেবে। আজকে এই ভলেন্টিয়ার, স্থানীয় কাউন্সিলর, শান্তিরক্ষা কমিটির সদস্য, ইমাম, পুলিশ প্রশাসন এদের নিয়ে একটা মার্চ করেছিলাম রাস্তাগুলো দেখানোর জন্য এবং কোন কোন এলাকায় কারা কারা ডিউটি করবে তা মানুষকে জানানোর জন্য। হাওড়ায় টিকিয়াপাড়া ফাঁড়ি থেকে বেলিলিয়াস রোড ডিডি অফিস পর্যন্ত এই মার্চ হয়। আজকে টিকিয়াপাড়ার মানুষ সেদিনের ঘটনার প্রতিবাদ করেন। এবং মানুষ বাড়ির উপর থেকে পুষ্পবৃষ্টি করে আমাদের উদ্যোগের জন্য অভিনন্দন জানান। স্থানীয় তৃণমূল নেতা সমাজসেবী শেখ ইসলামউদ্দিন লালা বলেন, পুলিশ একটা ভলেন্টিয়ার টিম তৈরি করেছে। এদিন রাস্তায় প্রতিটি পয়েন্ট থেকেই মানুষ পুলিশকে অভিনন্দন জানিয়ে ফুল দিয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.