হাওড়া,২ মে:- কিছুদিন পরিষেবা বন্ধ থাকার পর হাওড়া জেলা হাসপাতালে চালু হয়েছিল ফিভার ক্লিনিক। আজ শনিবার সকাল থেকে হাওড়া জেলা হাসপাতালে চালু হয়ে গেল ইমারজেন্সি বিভাগ ও প্রসূতি বিভাগ। এরপর এসএন সি ইউ থেকে শুরু করে অন্য বিভাগগুলিও ধাপে ধাপে চালু করা হয়। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস একথা জানান। তিনি বলেন, আমরা সবসময় চেষ্টা করছি যাতে হাওড়া জেলা হাসপাতালকে পুরোপুরি স্বাভাবিক করে তোলা যায়। হাসপাতাল পুরোপুরি জীবাণুমুক্ত করা হয়েছে। এখন থেকে ধাপে ধাপে জরুরি বিভাগগুলি চালু করা হচ্ছে। আজ থেকে ইমারজেন্সি বিভাগ ও প্রসূতি বিভাগ চালু করা হয়েছে। এসএনসিইউ বিভাগও দ্রুত চালু হবে। প্রসঙ্গত, এই হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল। এরপর আধিকারিক, চিকিৎসক, নার্স করোনা আক্রান্ত হয়েছিলেন। কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল একাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের। তারপর কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল এই হাসপাতালে রোগী ভর্তি।হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হওয়াতে সমস্যায় পড়েছিলেন জেলাবাসী।এখন হাসপাতালে পরিষেবা ধীরে ধীরে চালু হওয়ায় খুশি জেলা বাসী।