মালদা,২৯ এপ্রিল:- লকডাউনে ভিনরাজ্যে আটকে রয়েছে স্বামী ৷ এদিকে তিন মাসের মেয়ে রানীর হৃৎপিণ্ডের উপর ক্রমেই বড় হচ্ছে টিউমার ৷ এলাকার চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, দ্রুত বড় কোনও হাসপাতালে নিয়ে যেতে হবে বাচ্চাকে৷ কিন্তু লকডাউনের মধ্যে সেই পরিস্থিতি নেই ৷ ঘরে দু’বেলা পেট ভরার মতো খাবারই নেই, টাকাপয়সা তো অনেক দূরের কথা ৷ ভিনরাজ্য থেকে কোনও টাকা পাঠাতে পারছে না ৷ এই পরিস্থিতিতে খুদে মেয়ের কী হবে, তা ভেবে আকুল হয়েছিলেন মর্জিনা বিবি ৷ শেষ পর্যন্ত তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন চাচল 1 নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য। আজ বিডিও’র উদ্যোগে ওই শিশুকন্যাকে পাঠানো হয়েছে মালদা মেডিকেলে৷ ঘটনাটি চাঁচল ১ ব্লকের মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের হাজাতপুর গ্রামে।