দ:২৪পরগনা,২৯ এপ্রিল:- লকডাউন এর জের। সংসারে চলছে টানাটানি। আর তাইতো পয়সা রোজগারের আশায় জঙ্গলে গিয়েছিল মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। নিহত মৎস্যজীবীর নাম সুজিত মন্ডল।ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের ঝিলার জঙ্গলে। নিহত সুজিত মন্ডলের বাড়ি গোসবা ব্লকের লাহিরিপুর এলাকায়। সেদিন সকালে বাঘের আক্রমণে নিহত হন ঐ ব্যক্তি। সঙ্গী আরো দুজন থাকলেও তারা দেহটি ফিরিয়ে আনতে পারেনি বাঘের কবল থেকে।