এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতির মধ্যে প্রতিদিন ডিউটিতে আসায় হাওড়ায় সিভিল ডিফেন্স কর্মীকে হুমকি। শারীরিক হেনস্থা।

 

হাওড়া,২৮ এপ্রিল:- করোনা পরিস্থিতির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে প্রতিদিন ডিউটিতে আসায় হাওড়ায় সিভিল ডিফেন্স এর এক কর্মীকে হুমকি ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠল। শুধু তাই নয়, ছেলেকে বাঁচাতে এসে আক্রান্ত হন তাঁর বাবাও। অভিযোগ, লকডাউনের সময়েও ওই সিভিল ডিফেন্স কর্মী প্রতিদিন ডিউটি করছেন। সেই ‘অপরাধে’ শারীরিক হেনস্থার শিকার হন তিনি। ঘটনাটি ঘটেছে হাওড়া শিবপুর থানা এলাকার বিজেএম মাদ্রাসি লেনে। নিগৃহীত ওই সিভিল ডিফেন্স কর্মী ( রাজকুমার মিশ্র ) কন্ট্রোল রুমে কিউআরটি’র সদস্য হিসাবে কর্মরত। সোমবার রাতে তাকে কয়েকজন দুষ্কৃতী মিলে মারধর করে বলে অভিযোগ। তাঁর অভিযোগ, করোনা পরিস্থিতির সময় ডিউটি করার জন্য কয়েকদিন ধরেই দুষ্কৃতীরা বাড়িতে এসে হুমকি দিচ্ছিল। দুষ্কৃতীদের দাবি যাতে তিনি এই সময় কাজে না যান। বা কাজে গেলে কর্মস্থলেই যেন এখন থেকে যান। ঘটনার দিন রাতে কাজ থেকে ফিরে যখন বাইরে বেরিয়েছিলেন তখন হঠাৎই কয়েকজন দুষ্কৃতী তার উপর চড়াও হয়। এর পাশাপাশি চলে মারধরও। বাঁচাতে এলে তাঁর বাবাকেও মারধর করা হয়। দুষ্কৃতীরা হুমকি দিয়ে বলে হয় কাজ ছেড়ে বাড়িতে থাকো, না হয় করোনা যতদিন আছে ততদিন যেখানে কাজ করছে সেখানে থাকো। এই ঘটনার পর রাজকুমারবাবু বিষয়টি তাঁদের অফিসে জানান। পরে থানায় তিনি অভিযোগ করেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.