এই মুহূর্তে জেলা

দুস্থদের পাশে অশোক কুমার মুখোপাধ্যায় সেবা কেন্দ্র ট্রাস্ট।

 

হুগলি,২৩ এপ্রিল:- করোনার জেরে চলছে লকডাউন,আর এই লকডাউনের জন্য কর্মহীন হয়ে পরেছে বহু মানুষ।মুলত এই কঠিন সময়ে খাবার জোগার করাটাই এখন প্রধান সমস্যা হয়ে গিয়েছে দিন আন্তে দিন খাওয়া মানুষ গুলির কাছে।তাই তাদের কথা ভেবে এবার তাদের মুখে খাবার তুলে দিল অশোক কুমার মুখোপাধ্যায় সেবা কেন্দ্র ট্রাস্ট।শ্রীরামপুরের তারা মায়ের বাড়ির সদস্যরা এই ট্রাস্টের মাধ্যমে শ্রীরামপুর গান্ধী ময়দানে ভবঘুরে থেকে শুরু করে দুস্থদের হাতে খাবার তুলে দেয় তারা।শ্রীরামপুরে ইতিমধ্যেই করোনার থাবায় লকডাউনকে কড়া ভাবে নিয়েছে প্রশাসন, এমত অবস্থায় জনপ্রানীহীন শ্রীরামপুরে খাবার পেয়ে খুশি এই সব মানুষেরা।শুধু এই সময়ে নয় বছরের বিভিন্ন সময়ে মানুষের পাশে থেকেছে। তাই একটাই স্লোগান এখন মুখে মুখে.. জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ইশ্বর ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.