হাওড়া,২২ এপ্রিল:- শহরে ৩০টি নাকা চেকিং পয়েণ্ট করে ‘রেড-স্টার জোন’ হাওড়ায় নজরদারি শুরু করল হাওড়া সিটি পুলিশ। কমিশনারেটের তরফ থেকে ওই নাকা চেকিং পয়েণ্টগুলি করা হয়েছে। এরমধ্যে মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, হাওড়া, শিবপুর থানার পাশাপাশি সাঁকরাইল থানা এলাকার অনেকটা অংশও রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় সমস্ত ব্যাঙ্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ১২টি বাজারকে সরিয়ে দেওয়া হয়েছে ফাঁকা জায়গায়। ১৭টি বাজারের স্থান বাড়ানো হয়েছে। সালকিয়ার হরগঞ্জবাজার, পিলখানা বাজার বন্ধ করে দিয়ে ওই এলাকায় প্রশাসনের তরফে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের অত্যন্ত জরুরী কারণ ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। ওইসব এলাকার বিভিন্ন রাস্তায় পুলিশ, রাফ ও কমব্যাট ফোর্সের টহল চলছে। ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে। জানা গেছে, প্রতিটি নাকা চেকিং পয়েণ্টে একজন সাব-ইন্সপেকটর পদ মর্যাদার পুলিশ অফিসারের নেতৃত্বে পুলিশ মোতায়েন থাকছে। কোনওভাবেই রেড-জোন এলাকায় বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এই এলাকা থেকেও কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কঠোরভাবে প্রতিটি নাকা চেকিং পয়েণ্টেই এই নিয়ম কার্যকর হচ্ছে। মঙ্গলবার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে সিটি পুলিশ এলাকা থেকে। ২০টি গাড়ি আটক করা হয়েছে।
Related Articles
মঙ্গলাহাট এবার রবিবারে।
হাওড়া , ২২ সেপ্টেম্বর:- ফের বদল হচ্ছে মঙ্গলাহাটের দিন। এবার রাতের পরিবর্তে সকালে বসবে মঙ্গলাহাট। সেইসঙ্গে স্থায়ী দোকানদারদের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীরাও যাতে কোভিড-বিধি মেনে এখন থেকে হাটে বসতে পারেন তারও ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আগামী রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত বসবে মঙ্গলাহাট। আগামী রবিবার থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর […]
যুদ্ধ শুধু ধ্বংস করে না অনেকের জীবন শেষ করে উত্তরপাড়ার বাড়িতে বসে একথাই বলেন শহীদ হওয়া বাবলু সাঁতরার স্ত্রী রীতা।
হুগলি,১৪ ফেব্রুয়ারি:- ভালোবাসার দিনেই ভালোবাসার মানুষকে হারিয়েছিলেন রীতা সাঁতরা।তারপর থেকে চেনা ছন্দে বেজে ওঠেনা মোবাইল ফোন। মোবালের বিশেষ রিং টোন জানান দিত ওর উপস্থিতি। এক বছর আগে ও শহীদ হওয়ার পর আমার কাছে আর মোবাইল রাখি না। শুক্রবার উত্তরপাড়ায় বাপের বাড়িতে বসে একথাই বলছিলেন এক বছর আগে পুলওমায় শহীদ হওয়া বাবলু সাঁতরার স্ত্রী রীতা। তিনি […]
কালীপূজার আগে বিশেষ অভিযান, পাচারের আগেই প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত।
হাওড়া, ১৩ অক্টোবর:- কালীপূজা ও দীপাবলির আগেই বিশেষ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। হুগলি ও দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে হাওড়ার লিলুয়া থেকে। প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে লিলুয়ায়। দীপাবলীর আগে নিষিদ্ধ বাজি নিয়ে রমরমা থাকে বেআইনি বাজি কারবারিদের। তাদেরকে ধরতে প্রতি বছরই পুলিশের […]