তরুণ মুখোপাধ্যায়,২১ এপ্রিল:- লকডাউনে আটকে পড়া মানুষদের গত 20 মার্চ থেকে চাল , ডাল, আলু, বিস্কুট সহ নানা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে বাগবাজার গৌড়ীয় মিশন। দ্বিতীয় দফায় লকডাউনের পঞ্চম দিনেও শহরের প্রায় বারোশো মানুষের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দিলেন রাজ্যের নারী,শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শশী পাঁজা। বাগবাজার গৌড়ীয় মিশনের সামনে ক্যাম্প করে এলাকাবাসীর হাতে খাদ্যশস্য তুলে দেন মন্ত্রী । উপস্থিত ছিলেন গৌড়ীয় মিশনের সেবা সচিব ভক্তি প্রমোদ পুরী মহারাজ, সহ সেবাসচিব শ্রীপাদ ভক্তিনিষ্ঠ মধুসূদন মহারাজ। গৌড়ীয় মিশনের সভাপতি ত্রিদন্ডী স্বামী ভক্তি সুন্দর গোস্বামী মহারাজ বলেন কলকাতা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মিশনের শাখা গুলি থেকে সেখানকার অসহায় মানুষদের খাদ্য দ্রব্য বিতরণ করা হচ্ছে । মন্ত্রী শশী পাঁজা জানান, লকডাউনের ফলে মানুষ যেভাবে আটকে পড়েছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তাদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।