এই মুহূর্তে জেলা

লকডাউন এ দুর্ভিসহ ফুচকা ব্যাবসায়ীরা।

নদিয়া,২১ এপ্রিল:- চলছে দ্ধিতীয় দফার লক ডাউনের জের। সারা বিশ্ব তথা এরাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুলিনুনগর সহ বিস্তৃন এলাকার প্রায় ২০০ টি ফুচকা বিক্রেতা পরিবার কর্মহীন হয়ে পড়েছেন।জীবিকা নির্বাহ এক চরম সংকটে।তাদের পরিবারের অনেকের অভিযোগ তারা সরকারি সাহায্য সেভাবে পাইনি এখনও। অনেকে শাকপাতা,মাড় ভাত খেয়ে কোনরকম একবেলা আধপেটা খেয়ে দিনজাপন করছেন। অনেকে মাঠের জমি থেকে কাঠ সংগ্রহ করে জালানী নিয়ে দুটো খাবার তৈরীর জন্য বেড়িয়ে পড়েছেন। ফুচকা বিক্রি না হবার ফলে গন্ধ হয়ে নস্ট হয়ে যাচ্ছে। ফলে কার্জত ওই সব ফুচকা বিক্রেতা বাধ্য হয়ে রাস্তার ধারে ফেলে দিচ্ছেন।ফলে চরম ক্ষতির মুখে ওই দিন আনা দিন খাওয়া পরিবারগুলি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।কি করবেন ভেবে পাচ্ছেন না তারা।তাই করো জোরে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জীর কাছে তাদের আবেদন তাদের কথাও একটু চিন্তা ভাবনা করে দেখা হোক।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.