এই মুহূর্তে জেলা

পুলিশের কড়া নজরদারিতে আজও খুলেছে হাওড়ার বাজার।


 

হাওড়া,২০ এপ্রিল :- পুলিশ কড়া নজরদারিতেই আজ খুলেছে হাওড়ার বাজার। তবে, বাজারগুলিতে ক্রেতাদের ঠেসাঠেসি ভীড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেছিল পুলিশ। রবিবার হাওড়ার কদমতলা বাজারে বেলায় ভীড় বাড়ায় পুলিশ বাধ্য হয়ে বাজার বন্ধ করে দিয়েছিল। পরে গতকালই ব্যবসায়ী, মুদি দোকানদারদের নিয়ে ব্যাঁটরা থানার পুলিশ বৈঠক করে। সেই বৈঠকেই মেলে সমাধানসূত্র। আজ সোমবার সকাল থেকেই কদমতলা বাজারের ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ব্যাঁটরা থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশের কড়া নজরদারিতে সোমবার সকালে বাজার বসে। সেখানে এদিন সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। সকলকে দূরত্ব বজায় রেখেই এদিন বাজার করতে দেখা গেছে।অন্যদিকে, হাওড়ার নাজিরগঞ্জের হাঁসখালিপোলে এদিন সকালে রাস্তা দখল করে বসেছিল বাজার। সকাল থেকেই সেখানে ক্রেতাদের ভীড় হয়েছিল। খবর পেয়েই সেখানে ছুটে আসে নাজিরগঞ্জ থানার পুলিশ। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ভীড় হটিয়ে দেয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.