হুগলি,১৬ এপ্রিল:- করোনার মত মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য সারা বিশ্ব আজ ঐক্যবদ্ধ। বিপন্ন মানব সমাজের পাশে সবাই দাঁড়াচ্ছেন । বিশেষ করে এই সংকটের দিনে দিন আনি দিন খাই রোজকার উপায় দিন চালান যেসব মানুষ আছেন তারা আজ মহা সঙ্কটের মধ্য দিন গুজরান করছেন।তাই এসব মানুষদের পাশে রাজ্য সরকার যেমন সাহায্য করছে তার সঙ্গে সঙ্গে বহু ব্যক্তি এবং সংগঠন এগিয়ে এসেছেন । তেমনি আজ শেওড়াফুলির করোনার মতো মহামারী কবলে গৃহবন্দি ৫০০ জন বৈদ্যবাটি শহরে দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেন, বৈদ্যবাটি বাউন্ডারি মাঠে বিশিষ্ট সমাজসেবী পীযূষ প্রসাদ এইভাবে তার জন্মদিন পালন করলেন ।
Related Articles
নিউটাউন নীল ছবি কান্ডে চুঁচুড়া রবীন্দ্র নগর থেকে গ্রেফতার যুবক।
হুগলি , ১ আগস্ট:- নিউটাউন নীল ছবি কান্ডে চুঁচুড়া রবীন্দ্র নগর থেকে গ্রেফতার যুবক। গতকাল রাতে তাকে ধরে নিয়ে যায় নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম শুভঙ্কর দে। তার কলকাতার কুদঘাটে একটি প্রোডাকশন হাউস রয়েছে। সেই সুবাদে শুভাঞ্জন রায়ের সঙ্গে তার পরিচয়। শুভঙ্কর এরিনা থেকে এডিটিং শিখে মাল্টিমিডিয়া নিয়ে কাজ করত। এডিটিং এর পাশাপাশি ফটোগ্রাফি করত। […]
বায়ুসেনার পুষ্প বৃষ্টি কোয়ারেন্টাইন সেন্টারে।
সোজাসাপটা ডেস্ক,৩ মে:- রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারের ওপর পুষ্পবৃষ্টি করে করোনা যোদ্ধাদের সম্মান জানাল ভারতীয় বায়ুসেনা। সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। দিল্লি, মুম্বই-সহ দেশের বড় বড় শহরে একাধিক হাসপাতালের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে বায়ুসেনা। এছাড়া বিভিন্ন হাসপাতালের সামনে সেনার জওয়ানরা ব্যান্ড বাজিয়ে সম্মান জানান। বায়ুসেনার সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ ও জাগুয়ার বিমান […]
দীর্ঘদিন বাদে চালু হচ্ছে রেল পরিষেবা , হুগলি জেলার স্টেশনগুলোতে দেখা গেল ব্যাস্ততার ছবি
হুগলি , ৯ নভেম্বর:- করোনা আবহে দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ রয়েছে রেল পরিষেবা।এবার দীর্ঘদিন বাদে বুধবার থেকে রাজ্যে গড়াতে চলেছে রেলের চাকা।তার আগে সোমবার থেকেই হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশনে দেখা গেল রেল কতৃপক্ষের তরফ থেকে চরম ব্যাস্ততার ছবি। এদিন শেওরাফুলি স্টেশনে রেল কতৃপক্ষের তরফ থেকে মানুষকে সচেতন করতে করা হলো মাইকিং। এছাড়া সম্পূর্ণ করোনা […]







