নবান্ন, হাওড়া,১৫ এপ্রিল:- ন্যূনতম সংখ্যায় শ্রমিকদের নিয়ে রাজ্যের সব জুটমিল গুলিতে পুনরায় উৎপাদন শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। রবি শস্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পাটের বস্তার জোগান দিতে রাজ্যের ১৮ টি জুটমিলে ২৫% শ্রমিককে নিয়ে কাজ শুরু করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য কে চিঠি দিয়েছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আজ বলেন মাত্র ১৮ টি জুটমিল চালু করা হলে বাকি জুট মিলের শ্রমিকরা বঞ্চিত হবেন। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 15% শ্রমিককে নিয়ে রাজ্যের সব জুট মিলে উৎপাদন শুরু করা হবে।তবে সামাজিক দূরত্ব সহ সবরকম বিধিনিষেধ মেনে কাজ করতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। জুট মিলের পাশাপাশি অন্য বেশকিছু শিল্প সংস্থা কে কেন্দ্রীয় সরকার ২০ এপ্রিল থেকে পুনরায় কাজ শুরু করার অনুমোদন দিয়েছে। সেই অনুযায়ী গ্রামীণ শিল্প ,চা এবং কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণ বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ শিল্প ক্ষেত্র গুলিতে কাজ শুরু করা হবে।ইটভাটা গুলিতেও ১৫ শতাংশ শ্রমিককে নিয়ে আবার কাজ শুরু করা যাবে।ছোট শিল্প সংস্থা গুলি নিয়ম মেনে কাজ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করলে কেস টু কেস বিবেচনা করে মুখ্য সচিব তাদের ফের উৎপাদন শুরু করার অনুমোদন দেবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শ্রমিক কল্যাণে রাজ্য সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপের কথা মুখ্যমন্ত্রী এদিন তুলে ধরেন। তিনি বলেন ভিন রাজ্যে আটকে পড়া এ রাজ্যে শ্রমিকদের হাতে নগদ টাকার ব্যবস্থা করতে রাজ্য সরকার তাদের জন্য কিছু হাত খরচা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে তিনি যোগাযোগ করছেন। অন্যদিকে এ রাজ্যে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিকদেরও বাড়ি ফেরানোর ব্যবস্থা কিছুদিনের মধ্যেই করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। করোনা প্রতিরোধে কাজ করে চলা চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রতি মানবিক আচরণ করার জন্য মুখ্যমন্ত্রী আজ পুনরায় রাজ্যবাসীর কাছে আবেদন জানান। তাদের ওপর থেকে চাপ কিছুটা কমাতে এখন থেকে এক সপ্তাহ অন্তর অন্তর ঘুরিয়ে-ফিরিয়ে তাদের কাজ করানোর জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পুলিশকর্মীদের ও কাজের সময় কমানোর কথা বলা হয়েছে।
Related Articles
স্কুল বন্ধ থাকলেও চালু থাকবে মিড-ডে-মিল পরিষেবা।
কলকাতা, ১৬ জুন:- বর্ধিত গরমের ছুটি চলাকালীন স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল পরিষেবা চালু থাকবে। আগামী ২০ জুন থেকে ২৫ জুন (বর্ধিত গরমের ছুটি) পর্যন্ত প্রত্যেক দিনই ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয় পাবে মিড ডে মিল।এক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। পরিবর্তে তাদের অভিভাবক বা বাবা-মা এরা এসে নিয়ে যেতে পারবে মিড ডে মিল। মঙ্গলবার […]
বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধী দলনেতার আনা অনাস্থা প্রস্তাব পেশ হবে ৬ তারিখ।
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে আনা শুভেন্দু অধিকারীর অনাস্থা প্রস্তাব আগামী ৬ তারিখ বিধানসভায় পেশ করা হবে। পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে ওই প্রস্তাব পেশের পর বিজেপির তরফে ৩০ জন উপস্থিত বিধায়কের সম্মতি লাগবে। তার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে ওই প্রস্তাব নিয়ে অধিবেশনে আলোচনা হবে কি-না। উল্লেখ্য দলত্যাগ-বিরোধী আইন, বিরোধীদের সম্মান দেওয়া […]
শ্রীরামপুরের প্রাক্তন পুরপিতা রাজেশ শা প্রতিদিনএলাকার ৪০০ মানুষের দুপুরের আহারের বন্দোবস্ত করেছেন।
তরুণ মুখোপাধ্যায়,৯ এপ্রিল:- লক ডাউনে কবলে মানুষ আজ দিশেহারা করোনা ভাইরাস আতঙ্ক গ্রাস করেছে গোটা সমাজকে প্রশাসনের পক্ষ থেকেও বারবার আবেদন করা হয়েছে এই সময়ে আপনারা বাড়িতে থাকুন। কিন্তু যারা দিন আনে দিন খায় সেই সব মানুষরা মহা সংকটের মধ্যে আছেন এই কথা মাথায় রেখে শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা রাজেশ শা প্রতিদিনএলাকার […]