কলকাতা,১৩ এপ্রিল:- মুসুরির ডাল এবং নিম পাতাতেই ভালো থাকা যায়। একদম ঘরোয়া টোটকা দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা। শিল্পী হৈমন্তী শুক্লা একটি ভিডিও বার্তায় ভাইরাস জনিত রোগের প্রতিষেধক হিসেবে একটি বিশেষ ধরনের টোটকার কথা বলেছেন।কি সেই টোটকা? এই টোটকার মধ্যে রয়েছে রাতে ভেজানো মুসুরির ডাল এবং নিম পাতা, এই দুটোে এক সঙ্গে বেটে একটা মাঝারি মাপের গোলা নিয়ে জল দিয়ে খেয়ে নিতে হবে।তিনি এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা না দিলেও তিনি জানিয়েছেন, তাঁর গভীর বিশ্বাস এই টোটকায় যে কোনো ধরনের ভাইরাসজনিত সংক্রমণ ঠেকানো সম্ভব।তিনি এর ব্যাখ্যা দিতে বলেন এই সেই টোটকা ছোটবেলায় শুক্লার বাবা প্রতিবছর পয়লা বৈশাখের আগের দিন সকালে তাঁদের সমস্ত ভাই-বোনকে খাওয়াতেন। সেই টোটকা খেয়ে আজ পর্যন্ত হৈমন্তী শুক্লা বা তার কোনো ভাই বোনের পক্স বা অন্য কোন ভাইরাস জনিত রোগ হয়নি।